ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

জিপিএ ৫: যমজ বোনের জয়োল্লাস

প্রকাশিত: ১৭:৫৫, ২৮ নভেম্বর ২০২৩

জিপিএ ৫: যমজ বোনের জয়োল্লাস

তানিয়া ও তমা। ছবি: সংগৃহীত

বগুড়া জেলার আদমদীঘিতে শিক্ষক দম্পতির যমজ মেয়ে সাবরিনা মমতাজ তানিয়া ও সাদিয়া মমতাজ তমা এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। তারা নওগাঁ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের দুই বোনের এমন অর্জনে প্রশংসা করছে শিক্ষক ও এলাকাবাসী। সোমবার শিক্ষক দম্পতি এ এফ এম মমতাজুর রহমান ও হাসনা বানু এই তথ্য জানান।

এর আগেও তারা পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, জেএসসি-এসএসসিতে জিপিএ ৫ পান।

দুই বোনের বাবা এ এফ এম মমতাজুর রহমান জানান, মেয়ে দুটি জন্মের পর থেকে লেখাপাড়াসহ সব কাজ একই সঙ্গে করে থাকেন। তাদের চিন্তা-ভাবনা, প্রত্যাশা ও জীবনের উদ্দেশ্যও এক। তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতার কাজে বেশি সময় ব্যস্ত থাকেন।

মেয়েদের দিকে খুব বেশি নজর দিতে পারেন না। মেয়েদের লেখাপড়ার পেছনে সব কৃতিত্বের দাবিদার তাদের মা।

যমজ বোনের মা হাসনা বানু বলেন, ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি তারা আগ্রহী ছিল। কখনোই তাদের দুজনকে পড়তে বসার জন্য বলতে হয়নি।

তানিয়া ও তমা জানান, তাদের ভালো ফলাফলে মা-বাবার পাশাপাশি ভাই ও শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। তারা দুজনেই চিকিৎসক হতে চান।

নওগাঁ সরকারি কলেজের প্রফেসর এ কে এম জুলফিকারুল হক জানান, দুই বোনের অদ্ভুত মিল। কথাবার্তা, চালচলন, ক্লাসে আসা-যাওয়া, বসা, প্রশ্নের উত্তর প্রদান- সবই একই রকম। তারা কলেজের গর্ব।

 

এসআর

×