ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধ্যায় : প্রথম (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব)

অষ্টম শ্রেণির আইসিটি

হুমায়রা সুলতানা নীলা

প্রকাশিত: ০১:২৩, ২৯ নভেম্বর ২০২২

অষ্টম শ্রেণির আইসিটি

-

প্রাক্তন শিক্ষক
ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

বহু নির্বাচনি প্রশ্নোত্তর :
১। ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টির পদ্ধতির নাম-
ক) Out Sourcing     খ) Income Sourcing  গ) Internet Service    ঘ) SMS Service
উত্তর: ক) Out Sourcing                  
২। দ্বিমুখী যোগাযোগ পদ্ধতি কোনটি?
ক) রেডিও     খ) মোবাইল
গ) টেলিভিশন       ঘ) সংবাদপত্র
উত্তর : খ) মোবাইল
৩। কোনো জরুরী লিখিত তথ্য, ছবি, স্বাক্ষর ইত্যাদি পাঠানোর ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
খ) ঘওঈ         খ) ঋঅঢ
গ) ঊচঙঝ      ঘ) এচঝ
উত্তর: খ) ঋঅঢ
৪। কার মাধ্যমে ব্যবসা পরিচালনার উন্নতি সাধন করেছে?
ক) ই-পূর্জি     খ) ইন্ট্রানেট
গ) কম্পিউটার        ঘ) পরিসেবার বিল পরিশোধ
উত্তর: খ) ইন্ট্রানেট
৫। নিচের কোনটি ড়ঁঃংড়ঁৎপরহম এর সাইট?
ক) www.outsourcing.com     খ) www.elance.com
গ) www.google.com     ঘ) www.bbc.gov.com
উত্তর: খ)www.elance.com
৬। ই-পূর্জির মাধ্যমে-
ক) পাবলিক পরীক্ষার ফলাফল জানা যায়
খ) জমি জমার বিভিন্ন রেকর্ড সংগ্রহ করা যায়
গ) সহজে টাকা স্থানান্তর করা যায়
ঘ) কৃষকদের চিনিকলে ইক্ষু সরবরাহের অনুমতিপত্র পাওয়া যায়।
উত্তর: ঘ) কৃষকদের চিনিকলে ইক্ষু সরবরাহের অনুমতিপত্র পাওয়া যায়।
৭। বর্তমানে পাবলিক পরীক্ষার ফলাফল সরাসরি কোন মাধ্যমে পাওয়া যায়?
ক) bdjobs     খ) Internet
গ) roc.gov.bd    ঘ) NCTB
উত্তর: খ) Internet
৮। কোন ওয়েবসাইটগুলো ঘরে বসে আয়ের সুযোগ সৃষ্টি করে দিয়েছে?
র) এডেক্স     রর)  ফ্রিল্যান্সার    ররর) ইল্যান্স
নিচের কোনটি সঠিক?
ক) র, রর                খ) রর, ররর
গ) র, ররর               ঘ) র, রর, ররর
উত্তর: ঘ) র, রর, ররর
৯। Connectivity is productivity-এর অর্থ কী?
ক) সংযুক্তিই উৎপাদনশীলতা           
খ) উৎপাদনশীলতাই সংযুক্তি
গ) উৎপাদনশীলতা বাড়ে                
ঘ) সংযুক্তি তৈরি করে
উত্তর ক) সংযুক্তিই উৎপাদনশীলতা           
১০। একমুখী পদ্ধতিকে ইংরেজিতে কী বলে?
ক) ন্যারোকাস্ট     খ) মাল্টিকাস্ট
গ) ব্রডকাস্ট        ঘ) ইউনিকাস্ট
উত্তর : গ) ব্রডকাস্ট
১১। আইসিটি প্রয়োগের ফলে ব্যবসা-বাণিজ্যে কী পরিবর্তন হয়েছে?
ক) খরচ কমেছে    খ) সময় কম লাগছে
গ) মুনাফা বেড়েছে     ঘ) সবগুলো
উত্তর : ঘ) সবগুলো
১২। EMTS এর পূর্ণরূপ কী?
ক) Electronic Money Transfer System
খ) Emergency Money Transfer System
গ) Emergency Monitoring Testing System
ঘ) Electronics Money Testing System
উত্তর : ক) Electronic Money Transfer System
১৩। নাগরিক সেবাসমূহ সরাসরি নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়-
র) মোবাইল ফোনের মাধ্যমে      
রর) রেডিওর মাধ্যমে
ররর) ইন্টারনেটের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক) i, ii        খ) ii, iii
গ) i, iii        ঘ) i, ii, iii 
উত্তর : ঘ) i, ii, iii

×