ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রেণি : অষ্টম, অধ্যায় : প্রথম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

হুমায়রা সুলতান

প্রকাশিত: ০১:১৪, ১৪ আগস্ট ২০২২

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আইসিটি

প্রাক্তন শিক্ষক

ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা

 

বহু নির্বাচনি প্রশ্নোত্তোর:

কোনটির ব্যবহার গবেষণার কাজটি সহজ করে দিয়েছে?

ক)PLA    খ) SMS
গ) ATM     ঘ) EPOS

উত্তর : ক) PLA                           

জমি জমা সংক্রান্ত ই-সেবার নাম কী?

ক) ই-পুর্জি    খ) ই-ল্যান্ড

গ) ই-পর্চা          ঘ) ই-কমার্স

উত্তর : গ) ই-পর্চা                           

পৃথিবীর বেশির ভাগ মানুষের মধ্যকার যোগাযোগ মাধ্যম কোনটি?

ক) মোবাইল   খ) ফ্যাক্স

গ) ই-মেইল    ঘ) রেডিও

উত্তর : গ) ই-মেইল                          

অতীতে বিদেশে যোগাযোগের একমাত্র উপায় ছিল কোনটি?

ক) ইন্ট্রানেট   খ) ইন্টারনেট

গ) ফ্যাক্স           ঘ) চিঠি

উত্তর : ঘ) চিঠি

তথ্য প্রযুক্তির ব্যবহারের ফলে একজন কর্মীর কি বৃদ্ধি পায়?

ক) সহনশীলতা        খ) সচেতনতা

গ) দক্ষতা                 ঘ) বেতন

উত্তর : গ) দক্ষতা                             

িি.িবষধহপব.পড়স ওয়েবসাইট এর মাধ্যমে কী করা হয়?

ক) অফিসিয়াল কাজ   

খ) বিশ্ববিদ্যালয় ভর্তির কাজ

গ) আত্মকর্মসংস্থানের কাজ          

ঘ) ব্যাংকিং কাজ

উত্তর : গ) আত্মকর্মসংস্থানের কাজ          

কোন ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরগুলোর মধ্যকার নিজস্ব যোগাযোগ রক্ষার গ্রহণযোগ্য মাধ্যম কোনটি?

ক) ইন্টারনেট        খ) ইন্ট্রানেট

গ) ই-মেইল          ঘ) ফেসবুক

উত্তর : খ) ইন্ট্রানেট

ছোট শহর বা গ্রামে চিকিসাসেবা পৌঁছে দিতে কোন সেবা ভূমিকা রাখছে?

ক) ই-সেবা          খ) ই-স্বাস্থ্য সেবা

গ) টেলিমেডিসিন       ঘ) ইন্টারনেট

উত্তর : গ) টেলিমেডিসিন                      

জিনোমআবিষ্কারের ফলে কোন বিপ্লবটি শুরু হতে যাচ্ছে?

ক) রোগের উপসর্গ কমানো    

খ) রোগের কারণ চিহ্নিত করে তা অপসারণ

গ) নির্দিষ্ট রোগের টিকা আবিষ্কার

ঘ) ঘরে বসে নিজের চিকিসা করা

উত্তর : খ) রোগের কারণ চিহ্নিত করে তা অপসারণ 

১০তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলেÑ

র) সাধারণ মানুষের তথ্য জানার সুযোগ সৃষ্টি হবে

রর) সরকারি সেবার মান উন্নয়ন হবে

ররর) সরকারি কাজে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর        খ) রর, ররর

গ) র, ররর          ঘ) র, রর, ররর

উত্তর : ঘ) র, রর, ররর

১১ঘরে বসে অফিসের কাজ করাকে কি বলা হয়?

ক) হোম অফিস খ) ভার্চুয়াল অফিস

গ) অনলাইন অফিস    ঘ) পার্সোনাল অফিস

উত্তর : খ) ভার্চুয়াল অফিস

১২আইসিটি নিয়ন্ত্রিত উপাদন ব্যবস্থায়Ñ

র) মজুদের হালনাগাদ তথ্য জানা যায়

রর) কম খরচে অধিক উপাদন করা যায়

ররর) সার্বক্ষণিক মনিটরিং করা যায়

নিচের  কোনটি সঠিক?

ক) র ও রর              খ) রর, ররর

গ) র, ররর                ঘ) র, রর, ররর

উত্তর : ঘ) র, রর, ররর

১৩এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্র কোনটি?

ক) চিকিসা         খ) প্রকাশনা

গ) বিনোদন          ঘ) ব্যাংকিং

উত্তর : ঘ) ব্যাংকিং       

রচনামূলক প্রশ্নোত্তর:

ভার্চুয়াল জগত বলতে কি বুঝ?

উত্তর : ভার্চুয়াল জগত হচ্ছে অনলাইন নির্ভর জগতএই জগতে সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকলেও

ইন্টারনেটের মাধ্যমে এমন একটি নেটওয়ার্ক গড়ে তুলে যেখানে সবাই সবার সাথে যোগাযোগ করতে পারে

এর মাধ্যমে একে অপারের সাথে মনের ভাব বিনিময় করে, ছবি শেয়ার করে, ভিডিও দেখে এবং শেয়ার করে,

এমনকি  নিজেরা একটি গ্রুপ গঠন করে সামাজিক আন্দোলন পর্যন্ত সংগঠিত করতে পারেসকল প্রক্রিয়া কেবল মাত্র  অনলাইনে সম্পন্ন করা হয়

দোরগোড়ায় সরকারি সেবা’Ñ বুঝিয়ে বল

উত্তর: আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও  কৌসুলী প্রয়োগ হল সরকারী কর্মকা-ের মাধ্যমে নাগরিক সেবা

জনগণের কাছে পৌঁছে দেয়াকেই বুঝানো হয় দোরগোড়ায় সরকারি সেবা

উল্লেখযোগ্য সরকারী সেবাসমূহ হলোÑ

র) ই-পর্চা : জমি জমার বিভিন্ন রেকর্ড সহজেই জেলার ই-সেবা কেন্দ্র হতে সংগ্রহ করা যায়

রর) ই-বুক : সকল পাঠ্যপুস্তক অনলাইন প্রাপ্তির লক্ষ্যে সরকারিভাবে ই-বুক প্লাটফরম

() প্রস্তুত করা হয়েছে

ররর) ই-পুর্জি: চিনিকলের ইক্ষু সরবরাহের অনুমতিপত্র স্বয়ংক্রিয়করণ করা হয়েছেফলে, ভুক্তভোগী চাষীরা এ

সংক্রান্ত হয়রানি হতে মুক্তি পেয়েছে

রা) পাবলিক পরীক্ষার ফলাফল : বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল

ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে

চিকিসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান ব্যাখ্যা কর

উত্তর: চিকিসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কম্পিউটারের মাধ্যমে রোগ নির্ণয় এবং ঔষধের মান নিয়ন্ত্রণ করা সহজ হয়েছেরোগ নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার পাওয়া যায়রোগীর সব লক্ষণ, রক্ত, মূত্র ইত্যাদি পরীক্ষার ফল কম্পিউটারে ইনপুট দিলে কম্পিউটার তুলনা করে সম্ভাব্য রোগ নির্ণয় করে দেয়এছাড়াও হাসপাতাল ও ক্লিনিকের প্রশাসনিক দক্ষতা নিশ্চিত করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিরাট ভূমিকা রাখছেচোখের চিকিসা, এক্স-রে ইত্যাদি পরীক্ষার কাজ কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে করা হচ্ছেসম্প্রতি ভিডিও কনফারেন্সিং, ইন্টারনেট ইত্যাদি প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থান থেকেও চিকিসা ও ব্যবস্থাপত্র প্রদান ও গ্রহণ শুরু হয়েছে

×