ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিসিএস কর্নার

প্রকাশিত: ০৭:০৬, ৮ এপ্রিল ২০১৮

বিসিএস কর্নার

(পূর্ব প্রকাশের পর) ২৫. ‘শীতার্ত’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) শীত + ঋত খ) শীত + আর্ত গ) শিত + ঋত ঘ) শিত + অর্ত সঠিক উত্তর: (ক) ২৬. যে ক্ষেত্রে উচ্চারণে আয়াসের লাঘব হয় অথচ ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না, সেক্ষেত্রে কিসের বিধান নেই? ক) সমাসের খ) প্রত্যয়ের গ) সন্ধির ঘ) বচনের সঠিক উত্তর: (গ) ২৭. কোনটি সন্ধির উদ্দেশ্য? ক) শব্দের মিলন খ) বর্ণের মিল গ) ধ্বনিগত মাধুর্য সম্পাদন ঘ) শব্দগত মাধুর্য সম্পাদন সঠিক উত্তর: (গ) ২৮. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ? ক) সংস্কার/পরিষ্কার খ) অতএব গ) সংশয় ঘ) মনোহর সঠিক উত্তর: (ক) ২৯. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম? ক) তৎসম সন্ধি খ) বাংলা সন্ধি গ) স্বরসন্ধি ঘ) ব্যঞ্জন সন্ধি সঠিক উত্তর: (ক) ৩০. যে সন্ধি কোনো নিয়ম মানে না, তাকে বলে - ক) ব্যঞ্জনসন্ধি খ) স্বরসন্ধি গ) নিপাতনে সিদ্ধ সন্ধি ঘ) বিসর্গ সন্ধি সঠিক উত্তর: (গ) ৩১. ‘রাজ্ঞী’ - এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? ক) রাজ্ + নী খ) রাগ + গী গ) রাজন + গী ঘ) রাজা + গি সঠিক উত্তর: (ক) ৩২. ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) দু + লোক খ) দ্বি + লোক গ) দুই + লোক ঘ) দিব্ + লোক সঠিক উত্তর: (ঘ) ৩৩. ‘নাবিক’ - এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) না + ইক খ) নো + ইক গ) নৌ + ইক ঘ) না + বিক সঠিক উত্তর: (গ) ৩৪. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? ক) পরিষ্কার খ) ষড়ানন গ) সংস্কার ঘ) আশ্চর্য সঠিক উত্তর: (ঘ) ৩৫. ‘লবণ’ শব্দটির সন্ধিবিচ্ছেদ - ক) লো + অন খ) লব + ন গ) লব + অন ঘ) লো + বন সঠিক উত্তর: (ক) ৩৬. সন্ধির প্রধান সুবিধা কী? ক) পড়ার সুবিধা খ) লেখার সুবিধা গ) উচ্চারণের সুবিধা ঘ) শোনার সুবিধা সঠিক উত্তর: (গ) ৩৭. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? ক) বাক্ + দান = বাকদান খ) উৎ + ছেদ = উচ্ছেদ গ) পর + পর = পরস্পর ঘ) সম্ + সার = সংসার সঠিক উত্তর: (গ) ৩৮. বিসর্গকে কয় ভাগে ভাগ করা হয়েছে? ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ সঠিক উত্তর: (ক) ৩৯. ত্/দ্ এর পর চ্/ছ্ থাকলে ত্/দ্ এর স্থানে ‘চ্’ হয়। এর উদাহরণ কোনটি? ক) সজ্জন খ) সচ্ছাত্র গ) উচ্ছ্বাস ঘ) বিচ্ছিন্ন সঠিক উত্তর: (খ) ৪০. ‘বৃষ্টি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) বৃস + টি খ) বৃশ + টি গ) বৃষ্ + তি ঘ) বৃষ + টি সঠিক উত্তর: (গ) ৪১. ‘প্রত্যূষ’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? ক) প্রত্য + উষ খ) প্রত্য + ঊষ গ) প্রতি + উষ ঘ) প্রতি + ঊষ সঠিক উত্তর: (ঘ) ৪২. ‘অ-কারের পর ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়’ - এর উদাহরণ কোনটি? ক) মহৌষধ খ) বনৌষধি গ) পরমৌষধ ঘ) পরমৌষধি সঠিক উত্তর: (গ) ৪৩. স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনকে কী সন্ধি বলে? ক) নিপাতনে সিদ্ধ সন্ধি খ) স্বরসন্ধি গ) বিসর্গ সন্ধি ঘ) ব্যঞ্জনসন্ধি সঠিক উত্তর: (খ) ৪৪. মূর্ধ্য শিষ ধ্বনি ‘ষ’ এর পর অঘোষ মহাপ্রাণ ‘থ’ ধ্বনি থাকলে উভয়ে মিলে কী হয়? ক) ল্ম খ) ষ্ঠ গ) ষ্ট ঘ) ঞ সঠিক উত্তর: (খ)
×