ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল বিশ্ববিদ্যালয়

মেধাবীরা প্রেরণা পাচ্ছে

ফারহানা ইয়াসমিন

প্রকাশিত: ২১:২০, ১৭ সেপ্টেম্বর ২০২২

মেধাবীরা প্রেরণা পাচ্ছে

মেধাবীরা প্রেরণা পাচ্ছে

ইংরেজিতে ডিনস অ্যাওয়ার্ড এর বাংলা অর্থ হয় একাডেমিক স্বীকৃতি যেটি শিক্ষার্থীরা পেয়ে থাকে শিক্ষা প্রতিষ্ঠান থেকেনর্থ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাওয়ার্ডের প্রচলন দেখা যায়তবে ইদানিং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গুলোতেও এই ডিনস অ্যাওয়ার্ডের চর্চা দেখা যাচ্ছেবরিশাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং স্নাতকোত্তর পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে মর্যাদাপূর্ণ এই ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের বিভিন্ন বিভাগের মোট ৫৮ জন শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান করা হয়

এদের মধ্যে ছিল বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে ১১জন, জীববিজ্ঞান অনুষদ থেকে ১০জন, ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ২০জন, সমাজিক বিজ্ঞান অনুষদ থেকে ১৪জন, কলা ও মানবিক অনুষদ থেকে ১জন এবং আইন অনুষদ থেকে ২জনউল্লেখ্য, অ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে স্নাতক পর্যায়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১৪ জন ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ২৭ জন এবং স্নাতকোত্তর পর্যায়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ৫ জন ও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ১২ জন শিক্ষার্থী ছিল

অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে রসায়ন বিভাগের অরিন্দম কর্মকার ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ওহেদা ইসলাম তাদের অ্যাওয়ার্ড প্রাপ্তির প্রাণবন্ত অনুভূতি প্রকাশ করেন

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া জানান, এরকম অনুষ্ঠান পরবর্তীতে নিয়মিত ভাবে বড় আকারে করা হবেসাধারণ শিক্ষার্থীদের মধ্যে উসাহ, উদ্দীপনা ও প্রতিযোগি মনোভাব সৃষ্টির জন্য এটা খুব দরকারীতাহলে শিক্ষার্থীদের মধ্যে সেরাদের থেকে সেরা হওয়ার স্পৃহা জন্মাবেঅনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো. ছাদেকুল আরেফিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে মনুষ্যত্বসম্পন্ন মানুষ হতে হবে

সততা ও নৈতিকতা সাথে দাড়াঁত হবে মানুষের পাশে এবং কাজ করে যেতে হবে দেশের জন্যপ্রথাগত শিক্ষা অর্জনের পাশাপাশি একজন সত্যিকারের মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষে পরিণত হতে পারলেই তোমাদের এ শিক্ষা অর্জন স্বার্থক বলে প্রতিয়মান হবেএছাড়াও তিনি আরও জানান, এরপর থেকে প্রতিবছর আলাদা করে নিয়মিত বিভিন্ন অনুষদের অধীনে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হবে শিক্ষার্থীদের মাঝে এবং বিশ্ববিদ্যালয়কে গতিশীল করার জন্য খুব দ্রুত সকল অনুষদের ডিন মহোদয় নিয়োগ দেওয়া হবে

পুরো অনুষ্ঠান জুড়ো যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীনঅনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, ২৪টি বিভাগের চেয়ারম্যানবৃন্দ, প্রভোস্ট, প্রক্টর, পরিচালকবৃন্দ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেনঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের শিক্ষক সায়মা আক্তার

সর্বশেষে, শিক্ষার্থীদের হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন ও বিশেষ অতিথি ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াডিনস অ্যাওয়ার্ড প্রদান শেষে অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১১০ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়জানুয়ারি ২০১৯ থেকে ডিসেম্বর ২০২১ এর মধ্যে বিভিন্ন জার্নালে প্রকাশিত প্রবন্ধের উপর ভিত্তি করে সম্মানিত শিক্ষকদের এ সম্মাননা সনদ প্রদান করা হয়

×