ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিকাশের মুনাফা বেড়েছে ১৪৮%

অর্থনৈ‌তিক রি‌পোর্টার।।

প্রকাশিত: ১০:২৪, ৩ নভেম্বর ২০২৪

বিকাশের মুনাফা বেড়েছে ১৪৮%

‘বিকাশ’। ছবি: সংগৃহীত

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ‘বিকাশ’। তবে ২০১০ সালে প্রতিষ্ঠিত এ কোম্পানিটি দীর্ঘদিন পূঞ্জীভূত লোকসানে ছিল। অবশেষে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৪) মুনাফা দিয়ে সেই লোকসান কাটিয়ে উঠে। যা ৩য় প্রান্তিক শেষেও অব্যাহত রয়েছে। যে সময়টিতে বিকাশের আগের বছরের তুলনায় মুনাফা বেড়েছে ১৪৮ শতাংশ। তবে ব্যাংকটির ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংক লোকসান গুণেছে।

বিকাশের দীর্ঘ ১৩ বছরের পথচলার পরেও ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে পূঞ্জীভূত লোকসানে ছিল। তবে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বরের ৫৪ কোটি ২৪ লাখ টাকার পূঞ্জীভূত লোকসান চলতি বছরের ৩১ মার্চ ১৫ কোটি ৭৮ লাখ টাকার পুঞ্জীভূত মুনাফায় ফিরে আসে। যা এরপরের ৬ মাসে (এপ্রিল-সেপ্টেম্বর ২০২৪) আরও বেড়ে হয়েছে ১৬৪ কোটি ১৪ লাখ টাকা।

কোম্পানিটির ২০২২ সালের প্রথমার্ধেও (জানুয়ারি-জুন ২০২২) লোকসান হয়েছিল। তবে ২০২৩ সালের প্রথমার্ধে মুনাফায় ফিরে। যার ধারাবাহিকতা বজায় রয়েছে। এতে করে কোম্পানিটির চলতি বছরের ৯ মাসেও মুনাফা হয়েছে। এ কোম্পানিটির ২০২৪ সালের ৯ মাসে টার্নওভার বা আয় বেড়েছে ২৪%। যার উপর ভিত্তি করে কোম্পানিটির মুনাফা উন্নতি হয়েছে ৯৫%।

দেখা গেছে, বিকাশের আগের বছরের ৯ মাসে ৩ হাজার ৪৬৭ কোটি ৬১ লাখ টাকার আয় হয়েছিল। যা ২০২৪ সালের ৯ মাসে বেড়ে হয়েছে ৪ হাজার ১২৯ কোটি ৭৭ লাখ টাকার। এ হিসাবে আগের বছরের থেকে ২০২৪ সালের ৯ মাসে আয় বেড়েছে ৬৬২ কোটি ১৬ লাখ টাকার বা ১৯%।

আয়ে এমন উত্থানের উপর ভিত্তি করে ২০২৪ সালের ৯ মাসে বিকাশের নিট মুনাফা হয়েছে ২১৮ কোটি ৩৮ লাখ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৮৮ কোটি ১০ লাখ টাকা। এ হিসাবে বছরের ব্যবধানে মুনাফা বেড়েছে ১৩০ কোটি ২৮ লাখ টাকার বা ১৪৮%।

ব্র্যাক ব্যাংকের বিকাশের পাশাপাশি সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও ব্র্যাক সজন এক্সচেঞ্জ রয়েছে। এরমধ্যে বিকাশের ৫১% মালিকানা রয়েছে ব্র্যাক ব্যাংকের। এছাড়া ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসে ৯৯.৯৫%, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজে ৯০%, ব্র্যাক সজন এক্সচেঞ্জে ৯৩.৭৫% মালিকানা রয়েছে। আর সহযোগি কোম্পানি ব্র্যাক আইটি সার্ভিসেসে ৯.৯৯% মালিকানা রয়েছে।

অপূর্ব/ টুম্পা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার