ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংকল্প ঢাকা সামিট : বাংলাদেশের ৩ ব্যবসা প্রতিষ্ঠান নির্বাচিত

প্রকাশিত: ২১:৪৬, ১৯ মার্চ ২০২৩

সংকল্প ঢাকা সামিট : বাংলাদেশের ৩ ব্যবসা প্রতিষ্ঠান নির্বাচিত

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সংকল্প ঢাকা সামিট ২০২৩’র ১ম সংস্করণে বাংলাদেশ থেকে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়েছে।

আজ রবিবার (১৯ মার্চ) ‘ক্যাটালাইজিং বাংলাদেশ’স এন্ট্রোপ্রেনিউরাল ইকোসিস্টেম’ শীর্ষক বিষয়ে দিনব্যাপী “সংকল্প সামিট ২০২৩”  এর  আয়োজন করা হয়।

সংকল্প ঢাকা সামিটের আরেকটি আংশ “ সাংকল্প ঢাকা অ্যাওয়ার্ড” যার লক্ষ্য বাংলাদেশের সেরা, ইনোভেটিভ এবং যোগ্য উদ্যোগগুলোকে স্বীকৃত এবং পুরস্কৃত করা।

বিজয়ীদের মধ্যে উইনার হয়েছে আই ফার্মার, ১ম রানার আপ হয়েছে প্রিয় শপ, ২য় রানার আপ হয়েছে ওয়েন্ডার ওমেন।

সংকল্প সামিট উদ্যোক্তাদের জ্ঞান, পুঁজি, এবং নেটওয়ার্কের পরিবেশ তৈরির সুবিধার্থে তাদের প্রমাণিত সাফল্য দিয়ে বাংলাদেশের উদ্যোক্তা ইকো সিস্টেমে পরিবর্তন আনতে বদ্ধপরিকর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি ইন্টেলক্যাপের বাংলাদেশ গ্রীন এন্টারপ্রাইজ ইকোসিস্টেম ইনিশিয়েটিভের সঙ্গে তার সমর্থন ও সম্পৃক্ততা ঘোষণা করেন।

×