
সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নতুন ৫০ টাকা মূল্যমানের প্রচলনযোগ্য স্মারক ব্যাংক নোট মুদ্রণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আয়োজিত আলোচনা অনুষ্ঠানে নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ১৯ ডিসেম্বর থেকে নতুন স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও পরবর্তীতে অন্যান্য শাখা অফিসে পাওয়া যাবে। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন ৫০ টাকার স্মারক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্য: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত ১৩০ মিলি মিটার দ্ধ ৬০ মিলি মিটার পরিমাপের এ স্মারক নোটের সম্মুখভাগের বামপাশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ব্যাকগ্রাউন্ডে জাতীয় সংসদ ভবন এবং এর ডানপাশে সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী লোগো সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী’ মুদ্রিত রয়েছে।
এছাড়া নোটের উপরের ডানকোনে স্মারক নোটের মূল্যমান ইংরেজিতে ‘৫০’, নিচে ডানকোনে মূল্যমান বাংলায় ‘৫০’ এবং উপরিভাগের মাঝখানে ‘পঞ্চাশ টাকা’ লেখা রয়েছে। নোটের পেছন অংশে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের একটি ছবি সংযোজন করা হয়েছে। নোটের উপরিভাগে শিরোনাম ইংরেজিতে ‘এড়ষফবহ ঔঁনরষবব ড়ভ ঃযব ঈড়হংঃরঃঁঃরড়হ ধহফ ঃযব ঝঁঢ়ৎবসব ঈড়ঁৎঃ ড়ভ ঃযব চবড়ঢ়ষবং জবঢ়ঁনষরপ ড়ভ ইধহমষধফবংয’ লেখা রয়েছে। এছাড়া নোটের উপরের বামকোনে ও নিচের ডানকোনে মূল্যমান ইংরেজিতে ‘৫০’ এবং নিচে বামকোনে বাংলায় ‘৫০’ লেখা রয়েছে।