ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়েছে

প্রকাশিত: ০৩:৫৫, ১২ জুন ২০১৭

বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য শেষ হওয়া মে মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম বেড়েছে। জাতিসংঘের অঙ্গ সংস্থা খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্সের খবরে বলা হচ্ছে, মে মাসে এর আগের মাস থেকে খাদ্য সূচক বেড়েছে ২.২ শতাংশ। চিনি ছাড়া অন্যান্য খাদ্য শস্যের দাম বাড়ায় তার প্রভাব পড়েছে বাজারে। টানা ৩ মাস দর কমার পর এই প্রথম দর বাড়ল। গত বৃহস্পতিবার জাতিসংঘের অঙ্গ সংগঠন এ প্রতিবেদন প্রকাশ করে। যেখানে দেখা যায়, মে মাসে গড় খাদ্য সূচক অবস্থান করছে ১৭২.৬ পয়েন্টে। যা এপ্রিল থেকে ২.২ শতাংশ বেশি। সে হিসেবে, গত বছরের একই সময়ের তুলনায় বিশ্ববাজারে আলোচিত মাসে খাদ্যের দাম বেড়েছে ১০ শতাংশ। এফএও পূর্বাভাসে জানিয়েছে, ২০১৭-১৮ সেশনে বিশ্বব্যাপী দানা জাতীয় পণ্যের উৎপাদন দশমিক ৫ শতাংশ কমবে। গম উৎপাদন গত বছরের তুলনায় এ বছর ২.২ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূচকে দেখা যায়, মে মাসে এপ্রিলের চেয়ে দানা জাতীয় খাদ্যের দাম ১.৪ শতাংশ; ভোজ্য তেলের দর ৪.৭ শতাংশ; দুগ্ধজাত পণ্যের দাম ৫.১ শতাংশ এবং মাংসের দাম ১.৫ শতাংশ বেড়েছে। তবে এ মাসে উল্টোস্রোতে আছে চিনির বাজার। চিনির দর মে মাসে ৫.৪ শতাংশ কমেছে। অনলাইন ভ্যাট নিবন্ধন ছাড়া পণ্য খালাস নয় অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইন ভ্যাট নিবন্ধন ছাড়া পণ্য খালাস করতে পারবেন না কোনও আমদানিকারক। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করেছে। আগামী ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়, দেশে আমদানি-রফতানি ব্যবসা চালাতে হলে অনলাইনে নিবন্ধন করে ডিজিটাল ভ্যাট নম্বর নিতে হবে। ৯ ডিজিটের এই নম্বর ছাড়া আমদানি-রফতানি ব্যবসা পরিচালনা করা যাবে না। প্রসঙ্গত, আমদানি-রফতানি ব্যবসায় সম্ভাব্য জটিলতা এড়াতে বিদ্যমান ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোকে চলতি জুন মাসের ১৫ তারিখের মধ্যে পুনরায় অনলাইনে ভ্যাট নিবন্ধন করতে হবে। এছাড়া সিএ্যান্ডএফ প্রতিষ্ঠানগুলোকেও অনলাইনে নিবন্ধন করে ডিজিটাল ভ্যাট নম্বর নিতে হবে। কোনও সিএ্যান্ডএফ এজেন্টের ৯ ডিজিটের ভিআইএন না থাকলে তার লাইসেন্সের কোনও কার্যকারিতা থাকবে না। ফলে তিনি গ্রাহকদের সিএ্যান্ডএফ সেবাও দিতে পারবেন না। সিএ্যান্ডএফ এজেন্টদের আগামী ৩০ জুনের মধ্যে অনলাইনে পুনঃনিবন্ধন করতে হবে। এর আগে, ভ্যাটের নিবন্ধন দেওয়া হতো মাঠপর্যায় তথা সংশ্লিষ্ট সার্কেল অফিস থেকে। ওই নিবন্ধন নম্বর ছিল এগারো ডিজিটের। অনলাইনে নিবন্ধনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মে সার্কেল অফিসের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে এনবিআর থেকে নিবন্ধন নম্বর দেয়া হচ্ছে। আর নিবন্ধন নম্বরও আকারে একটু ছোট হয়ে ৯ ডিজিটের হয়েছে।
×