ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিষয় : সাধারণ গণিত

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০১:৪৬, ২২ মে ২০২২

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১০৪। একটি ঘড়িতে ৬ টার ঘণ্টাধ্বনি ঠিক ৬টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২টার ঘণ্টাধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? ঘণ্টাধ্বনি সমান সময়ে ব্যবধানে বাজে। ক) ১১ সেকেন্ড খ) ১০ সেকেন্ড গ) ১২ সেকেন্ড ঘ) ৯ সেকেন্ড উত্তর: খ) ১০ সেকেন্ড ১০৫। ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল কত? ক) ৪৮৫০ খ) ৪৯৫০ গ) ৫৭৫০ ঘ) ৫৯৫০ উত্তর: খ) ৪৯৫০ ১০৬। ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত? ক) ৫% খ) ৭% গ) ১০% ঘ) ১২% উত্তর: গ) ১০% ১০৭। একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য অপর একটি কাঠের টুকরোর দৈর্ঘ্যরে ৩ গুণ। দুটি টুকরো সংযুক্ত করা হলে টুকরোটির দৈর্ঘ্য ছোট টুকরোর কতগুণ হবে? ক) ৩ গুণ খ) ৪ গুণ গ) ৫ গুণ ঘ) ৬ গুণ উত্তর: খ) ৪ গুণ ১০৮। যদি, ী২ + চী + ৬ = ০ এর মূল দুটি সমান হয় এবং চ ০, তবে চ এর মান কত? ক) খ) ০ গ) ঘ) উত্তর: ঘ) ১০৯। কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাস করেছে। যারা পাস করতে পারেনি তাদের মধ্যে ১২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ৩০ জন অংশগ্রহণ করেননি। ঐ পরীক্ষায় পরীক্ষার্থীর মোট সংখ্যা কত? ক) ৬০ জন খ) ৫০ জন গ) ৭০ জন ঘ) ৮০ জন উত্তর ক) ৬০ জন ১১০। দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুটি কি. কি? ক) ৭, ১১ খ) ১২, ১৮ গ) ১০, ২৪ ঘ) ১০, ১৬ উত্তর: ঘ) ১০, ১৬ ১১১। একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যত দূর যায় কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত? ক) ১৫ : ১৬ খ) ২০ : ১২ গ) ১৬ : ১৫ ঘ) ১৪ : ১৮ উত্তর: গ) ১৬ : ১৫ ১১২। ক ঘণ্টার ১০ কি. মি এবং খ ঘন্টায় ১৫ কি. মি বেগে একই সময়ে একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো। ক ১০:১০ মিনিটের সময় এবং খ ৯:৪০ মিনিটের সময় রাজশাহী পৌঁছল। রওয়ানা হওয়ার স্থান হতে রাজশাহীর দূরত্ব কত কি.মি.? ক) ২০ কি. মি. খ) ২৫ কি. মি. গ) ১৫ কি. মি. ঘ) ২৮ কি. মি. উত্তর: গ) ১৫ কি. মি. ১১৩। যদি ধ৩ – ন৩ = ৫১৩ এবং ধ – ন = ৩ হয় তবে, ধন এর মান কত? ক) ৫৪ খ) ৩৫ গ) ৪৫ ঘ) ৫৫ উত্তর: ক) ৫৪ ১১৪। ৬০ লিটার কেরোসিন ও পেট্টোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে। ক) ৭০ লিটার খ) ৮০ লিটার গ) ৯০ লিটার ঘ) ৯৮ লিটার উত্তর: খ) ৮০ লিটার ১১৫। চ এর মান কত হলে ৪ী২ – চী + ৯ একটি পূর্ণবর্গ হবে? ক) ১০ খ) ৯ গ) ১৬ ঘ) ১২ উত্তর: ঘ) ১২ ১১৬। ২০৫৭৩৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম? ক) ২.০৫৭৩৪ কিলোগ্রাম খ) ০.২০৫৭৩৪ কিলোগ্রাম গ) ০.০২০৫৭৩৪ কিলোগ্রাম ঘ) ২০.৭৫৩৪ কিলোগ্রাম উত্তর: খ) ০.২০৫৭৩৪ কিলোগ্রাম ১১৭। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা ৩ বেশি। সংখ্যাটি এর অঙ্কদ্বয়ের সমষ্টির তিনগুণ অপেক্ষা ৪ বেশি। সংখ্যাটি কত? ক) ৪৭ খ) ৩৬ গ) ২৫ ঘ) ১৪ উত্তর: গ) ২৫ ১১৮। ী + ু – ১ = ০, ী – ু + ১ = ০ এবং ু + ৩ = ০ সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি – ক) সমবাহু খ) সমদ্বিবাহু গ) বিষমবাহু ঘ) সমকোণী উত্তর: খ) সমদ্বিবাহু ১১৯। দুই ব্যক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২দিনে করতে পারলে ২য় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে? ক) ২০ দিনে খ) ২২ দিনে গ) ২৪ দিনে ঘ) ২৬ দিনে উত্তর: গ) ২৪ দিনে ১২০। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে। ক) ৭১ খ) ৪১ গ) ৩১ ঘ) ৩৯ উত্তর: গ) ৩১
×