ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ভৈরবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১৪:০৩, ২৭ জানুয়ারি ২০২২

ভৈরবে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ ভৈরবে মাহফুজ মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সম্ভুপুর এলাকার একটি গাছে ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মাহফুজ উপজেলার মধ্যরচর গ্রামের ইকবাল মিয়ার ছেলে । তবে সে পরিবার নিয়ে সম্ভপুর ভাড়া বাসায় থাকত। নিহত যুবক নির্মাণ শ্রমিক ছিল। বিয়ে না করানোর কারনে পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের পিতা ইকবাল মিয়া জানায়, আজ সকালে আমার ছেলে বাসা থেকে বের হওয়ার কিছুক্ষণ পর খবর পায় সে গাছে ঝুলে আত্মহত্যা করে। ভৈরব থানার উপ- পরিদর্শক বাপ্পি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×