
* ওমিক্রন সুনামির মতো দিকে দিকে ছড়িয়ে পড়ছে।
* জ্বর আসছে। সঙ্গে হাঁচি-কাশি।
* দারুণ মাথার যন্ত্রণা।
* এরকম অবস্থায় অবিলম্বে করোনা পরীক্ষা করুন।
* পজিটিভ হলে নিজেকে আলাদা করুন।
* ট্যাবলেট নাপা এক্সটেন্ড ৩ বেলা খেতে থাকুন।
* ট্যাবলেট ম্যাক্সকুইন (৪০০ মি গ্রাম) ১+০+০ (৭ দিন)।
* এন্টি ভাইরাল ম্যালনুপিরাভির ২ বেলা খেতে পারেন (৫ দিন)।
* ট্যাবলেট রিভোরক্স ১০ মি গ্রাম খেতে পারেন।
* কাঁশি থাকলে ট্যাবলেট মোনাস-১০ মি. গ্রাম ১+০+১ ।
* ট্যাবলেট ডক্সিভা-২০০ মি গ্রাম ১+১+১।
* তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল
হলি ফ্যামিলি হাসপাতাল
০১৭১৫২৮৫৫৫৯