ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাভারে দুই পুলিশ সদস্যের উপর হামলা

প্রকাশিত: ১৭:০৯, ১৫ জানুয়ারি ২০২২

সাভারে দুই পুলিশ সদস্যের উপর হামলা

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ সাভারে চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার করতে গিয়ে দুই পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযুক্ত শরিফ উদ্দিন ফকিরকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সে সাভার পৌর এলাকার দক্ষিন নামা বাজার মহল্লার মৃত সোরহাব উদ্দিন ফকিরের ছেলে। শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শরিফ উদ্দিনকে গ্রেফতার করতে যায় সাভার মডেল থানা পুলিশের একটি টিম। এ সময় শরিফসহ তার সঙ্গীরা এএসআই আশোক ও এএসআই সাইফুল ইসলামকে মারধর করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে আহত ওই দুই পুলিশ সদস্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় তিন জনের নাম উল্লেখ করে আজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
×