ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে কুয়াশার সাথে বৃষ্টি

প্রকাশিত: ২১:১৩, ১২ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে কুয়াশার সাথে বৃষ্টি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ এমনিতে কনকনে ঠান্ডা তার ওপর আবার কুয়াশার সাথে ঠাকুরগাঁওয়ে ঝড়ছে মাঝারি ও গুড়ি গুড়ি বৃষ্টি। বুধবার সকাল থেকে দিনব্যাপী জেলার সর্বত্র কুয়াশার সাথে বৃষ্টি ঝড়তে দেখা যায়। এতে আরও শীতের প্রকোপ বেড়েছে। একসাথে কুয়াশা ও বৃষ্টির জন্য পশুপাখি, শিশু ও বৃদ্ধসহ সকল বয়সের মানুষ ঠান্ডায় জড়সড়। বৃষ্টি ও ঠান্ডার ফলে যেন জনজীবন বিপর্যস্থ। রাস্তায় যানবাহন চলেছে হেড লাইট জ্বালিয়ে। স্থানীয় অফিস সূত্র মতে, ঠাকুরগাঁওয়ে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা কম থাকায় শীতের তীব্রতা বাড়ছে। এছাড়াও জেলায় আগামী ৩ দিন সর্বনিম্ন গড় তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানানো হয়।
×