ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেড়িবাঁধ ভাঙ্গা স্থান দিয়ে ঢুকছে পানি ॥ রবিশস্যের ব্যাপক ক্ষতির শঙ্কা

প্রকাশিত: ১৪:০৭, ৬ ডিসেম্বর ২০২১

বেড়িবাঁধ ভাঙ্গা স্থান দিয়ে ঢুকছে পানি ॥ রবিশস্যের ব্যাপক ক্ষতির শঙ্কা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ কলাপাড়ার গোটা উপকূলে জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে কৃষকের আমন ধানের ক্ষতির শঙ্কা ক্রমশ বাড়ছে। অনেক ধান গাছ নুইয়ে পড়েছে। এখন অন্তত অর্ধেক আমন ধান কাটতে পারেনি কৃষক। তবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন তরমুজ চাষীরা। অন্তত ৪০০ বিঘা জমির তরমুজ গাছ নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ধানখালীর পশ্চিম ধানখালীতে এই দৃশ্য দেখা গেছে। বৃষ্টির পানির সঙ্গে জোয়ারের পানি প্রবেশ করছে জনপদে। লালুয়ার ব্যুরোজালিয়া পয়েন্টের বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা দিয়ে পানি প্রবেশ করে ১১ গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। চম্পাপুর ইউনিয়নের দেবপুরের বিধ্বস্ত বেড়িবাঁধ এলাকা দিয়ে পানি প্রবেশ করছে পাকা আমন ক্ষেতে। আমন ধানসহ তরমুজ চাষীরা ক্ষতির শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ জানান, বৃষ্টির পানি জমলে আগাম আবাদ করা তরমুজ গাছের চারা নষ্ট হয়ে যাবে। বাতাস না থাকলে আমনের তেমন ক্ষতির শঙ্কা নেই। তবে বিনা চাষে আবাদ করা ফেলন ডাল জাতীয় শস্যের ক্ষতির শঙ্কা বাড়ছে।
×