ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিষয় : বাংলা (প্রথম পত্র) সততার পুরস্কার নাসরিন হক

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

প্রকাশিত: ০২:০৭, ৫ ডিসেম্বর ২০২১

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য

সিনিয়র শিক্ষক কলেজিয়েট হাই স্কুল, চট্টগ্রাম বহু নির্বাচনি প্রশ্নোত্তর: ১। সততার পুরস্কার গল্পে কোন বংশের কথা বলা হয়েছে? ক) বনি ইসরাইল খ) বনি আদম গ) কুরাইশ ঘ) ইহুদি উত্তর : ঘ) ইহুদি ২। ফেরেশতা কিসের রূপ ধরে ইহুদির কাছে এসেছিল? ক) পাখির খ) উটের গ) মানুষের ঘ) ছাগলের উত্তর : গ) মানুষের ৩। দ্বিতীয়বার ফেরেশতারা নিজেদের কি বলে পরিচয় দিল? ক) ব্যবসায়ী খ) ফকির গ) বিদেশী ঘ) মুসাফির উত্তর : গ) বিদেশী ৪। ফেরেশতারা কি দিয়ে তৈরি? ক) মাটি খ) বিদ্যুৎ গ) নূর ঘ) পানি উত্তর : গ) নূর ৫। ফেরেশতারা তিন ইহুদির নিকট ছদ্মবেশে হাজির হয়েছিল কেন? ক) ঈমান পরীক্ষার জন্য খ) সাহায্য করতে গ) সাহায্য পেতে ঘ) পুরস্কৃত করতে উত্তর : ক) ঈমান পরীক্ষার জন্য ৬। সততার পুরস্কার গল্প থেকে শিক্ষা নিয়ে আমরা পরিচয় দিতে পারবোÑ (র) সততার (রর) সাহসিকতার (ররর) নৈতিক মূল্যবোধের নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর উত্তর : খ) র, ররর ৭। সততার পুরস্কার গল্পের কাহিনী কোথা থেকে লিপিবদ্ধ করা হয়েছে? ক) হাদিস খ) কুরআন গ) রূপকথা ঘ) ঈষপের গল্প উত্তর : ক) হাদিস ৮। ইহুদি তিনজনের শারিরীক ত্রুটি কিভাবে দূর হয়? ক) ডাক্তারের চিকিৎসায় খ) হুজুরের পানি পড়ায় গ) সুন্দর আবহাওয়ায় ঘ) ফেরেশতাদের অনুগ্রহে উত্তর : ঘ) ফেরেশতাদের অনুগ্রহে ৯। ফেরেশতা একটি উট চাইলে ধবল রোগী কি বলল? ক) উট তো নেই খ) উটের অনেক দাম গ) উট দেয়া নিষেধ ঘ) উট কিনে নাও উত্তর : খ) উটের অনেক দাম ১০। ‘তুমি যাহা চাও সব লও’Ñ এটি কার উক্তি? ক) ফেরেশতার খ) টাকওয়ালার গ) ধবল রোগীর ঘ) অন্ধ ব্যক্তির উত্তর : ঘ) অন্ধ ব্যক্তির ১১। হযরত মুসা (আঃ) প্রবর্তিত ধর্মের অনুসারি কারা? ক) সনাতন খ) ইহুদি গ) খৃষ্টান ঘ) বৌদ্ধ উত্তর : খ) ইহুদি ১২। সততার পুরস্কার গল্পে প্রথম দুই ইহুদির উপর আল্লাহ্ কেমন আচরণ করলেন? ক) রুষ্ট হলেন খ) বিরক্ত হলেন গ) ক্ষিপ্ত হলেন ঘ) বেজার হলেন উত্তর : ঘ) বেজার হলেন ১৩। মুহাম্মদ শহীদুল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্ব বিভাগের প্রথম ছাত্র ছিলেন? ক) ঢাকা বিশ্ববিদ্যালয় খ) কোলকাতা বিশ্ববিদ্যালয় গ) হাভার্ড বিশ্ববিদ্যালয় ঘ) সোরবন বিশ্ববিদ্যালয় উত্তর : খ) কোলকাতা বিশ্ববিদ্যালয় ১৪। পুঁজি শব্দের অর্থÑ র) সম্বল (রর) মূলধন (ররর) দোকান নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর উত্তর : ক) র, রর ১৫। স্বর্গীয় দূত ধবল রোগীকে কেমন উট দিয়েছিলেন? ক) বাচ্চা উট খ) বয়স্ক উট গ) গর্ভবতী উট ঘ) বন্ধ্যা উট উত্তর : গ) গর্ভবতী উট ১৬। মুহাম্মদ শহীদুল্লা সম্পাদিত পত্রিকা কোন ধরনের ছিল? ক) মাসিক খ) সাপ্তাহিক গ) সাহিত্যিক ঘ) শিশুপত্রিকা উত্তর : ঘ) শিশুপত্রিকা ১৭। তৃতীয় ইহুদি ব্যক্তিটির বৈশিষ্ট্য কি ছিল? ক) অন্ধত্ব খ) ধবলরোগ গ) পঙ্গুত্ব ঘ) মাথায় টাক উত্তর : ক) অন্ধত্ব ১৮। সততার পুরস্কার গল্পের মর্মবাণী হল আল্লাহÑ র) মানুষকে পরীক্ষা করেন। রর) সৎ লোককে যথাযথ পুরস্কার দেন। ররর) ফেরেশতা প্রেরণ করেন। নিচের কোনটি সঠিক? ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর উত্তর : ক) র, রর
×