ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুসহ ১১ জনের

প্রকাশিত: ২৩:৩১, ২২ অক্টোবর ২০২১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুসহ ১১ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। এদের মধ্যে টাঙ্গাইলে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ও শ্যালক-দুলাভাইসহ পাঁচজন, সাতক্ষীরায় এক যুবক, বিবাড়িয়ায় দুই চাতাল শ্রমিক, নারায়ণগঞ্জের বন্দরে মোটরসাইকেল আরোহী, মাদারীপুরে মোটরসাইকেল আরোহী ও ফরিদপুরের আলফাডাঙ্গায় এক স্কুলছাত্র রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন এলেঙ্গা পৌরসভার কুড়িঘড়িয়া গ্রামের আছর উদ্দিনের ছেলে প্রবাসী সোহেল রানা (২৩) ও হায়াতপুর গ্রামের হেলাল মোল্লার ছেলে রফিকুল ইসলাম (২৫)। এদিকে কালিহাতীতে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে উপজেলার টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার হান্নান মোল্লার ছেলে স্বাধীন (২৪), একই উপজেলার মুস্তাক হোসেন (২৮)। নিহতরা সম্পর্কে শালা-দুলাভাই। এদিকে ঘাটাইলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে গুণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রানী সরকার (৭০) দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের বাসিন্দা।
×