ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আজ থেকে শুরু প্রিমিয়ার হকি লীগ

প্রকাশিত: ০০:০৮, ১৯ অক্টোবর ২০২১

আজ থেকে শুরু প্রিমিয়ার হকি লীগ

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের হকির সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ডিভিশন হকি লীগ টার্ফে সর্বশেষ গড়িয়েছিল তিন বছর আগে। তারপর নানা ঝামেলা-জটিলতা এবং কোভিড-১৯ এর কারণে আর লীগ অনুষ্ঠিত হয়নি। খেলোয়াড়রাও হয়ে পড়েছিলেন হতাশ। অনেকেই আর্থিক কষ্টে পড়েন। অনেকেই বাধ্য হয়ে খেলা ছেড়ে অন্য পেশায় চলে যান। অবশেষে দেরিতে হলেও আবারও ঢাকার গুলিস্তানে অবস্থিত মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার ডিভিশন হকি লীগের খেলা। মৌসুম-সূচক ক্লাব কাপ হকি টুর্নামেন্ট আয়োজনের পর আজ মঙ্গলবার থেকে মাঠে গড়াচ্ছে প্রিমিয়ার লীগ হকি। যেখানে অংশ নিচ্ছে ১২টি দল। দলগুলো হলো : মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, ঢাকা মেরিনার্স ইয়াংস ক্লাব, সোনালী ব্যাংক এসআরসি, এ্যাজাক্স এসসি, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, বাংলাদেশ স্পোর্টিং ক্লাব, সাধারণ বীমা, পুলিশ হকি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব এবং দিলকুশা স্পোর্টিং ক্লাব। আজ উদ্বোধনী দিনেই ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে দেশীয় হকির তিন পরাশক্তি আবাহনী, মোহামেডান এবং মেরিনার। দুপুর ২টায় প্রথম ম্যাচে মেরিনার মোকাবেলা করবে পুলিশকে। বিকেল ৪টায় মোহামেডান মুখোমুখি হবে দিলকুশার। সন্ধ্যা ৬টায় আবাহনী লড়াই করবে আজাদের বিরুদ্ধে। করোনার মাঝে ক্রিকেট, ফুটবলের লীগ চললেও দেশের অন্যতম ডিসিপ্লিন হকি পিছিয়ে ছিল বেশ খানিকটা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক কোটি টাকা অনুদানের পর তিন বছর পর মাঠে গড়াচ্ছে হকি লীগ। লীগের খেলা আজ শুরু হয়ে গ্রুপ পর্বের ম্যাচ চলবে আগামী ১৭ নবেম্বর পর্যন্ত। গ্রুপ পর্বের শীর্ষ ৫ দল নিয়ে হবে সুপার ফাইভ রাউন্ড, যা শুরু হবে ১৮ বা ১৯ নবেম্বর এবং শেষ হবে ২৫ বা ২৬ নবেম্বরে। গ্রুপ পর্বের কোন পয়েন্ট সুপার ফাইভে যোগ হবে না।
×