ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

আজারেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাউলা বাদোসা

প্রকাশিত: ০০:০৭, ১৯ অক্টোবর ২০২১

আজারেঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন পাউলা বাদোসা

স্পোর্টস রিপোর্টার ॥ পারলেন না ভিক্টোরিয়া আজারেঙ্কা। বেলারুশ সুন্দরীকে হতাশায় ডুবিয়ে ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন হলেন পাউলা বাদোসা। তাও আবার দীর্ঘ ৩ ঘণ্টারও বেশি সময় রুদ্ধশ্বাস লড়াইয়ের পর। রবিবার টুর্নামেন্টের ফাইনালে ২১তম বাছাই বাদোসা ৭-৬ (৭/৫), ২-৬ এবং ৭-৬ (৭/২) গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন ২৭তম বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। সেইসঙ্গে ইতিহাসেও জায়গা করে নেন তিনি। টুর্নামেন্টের ইতিহাসে স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জয়ের নজির গড়লেন পাউলা বাদোসা। এবারই প্রথম ইন্ডিয়ান ওয়েলসে খেললেন স্পেনের এই টেনিস তারকা। আর অভিষেক আসরেই বাজিমাত করলেন বাদোসা। এর আগে ২০১৯ সালেও ইন্ডিয়ান ওয়েলসে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছিলেন বিয়াঙ্কা আন্দ্রেস্কু। এবার কানাডিয়ান তারকার পথেই হাঁটলেন পাউলা বাদোসা। তবে পথটা সহজ ছিল না মোটেও। কেননা, প্রতিপক্ষ যেহেতু অভিজ্ঞ খেলোয়াড় ভিক্টোরিয়া আজারেঙ্কা। সাবেক দুই বারের চ্যাম্পিয়ন। বেলারুশ সুন্দরীর সামনে ছিল প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে তিনবার এই ট্রফি উঁচিয়ে ধরার হাতছানি। যে কারণেই নিজের সেরাটাই ঢেলে দেয়ার লক্ষ্য নিয়ে কোর্টে নামেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক চ্যাম্পিয়ন। কিন্তু শেষ পর্যন্ত ৩ ঘণ্টা ৪ মিনিটের লড়াই করে আজারেঙ্কাকে হারিয়ে বাদোসাই হাসেন শিরোপার হাসি। এমনভাবে জিতে ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন হয়ে দারুণ খুশি পাউলা বাদোসা। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি মনে করি ম্যাচটা খুব কঠিন ছিল। সেইসঙ্গে দারুণ একটা ম্যাচও উপহার দিতে পেরেছি। কেননা, সে (আজারেঙ্কা) অসাধারণ ভাল খেলছিল। আমি মনে করি প্রতিটি সেটেই ভাল খেলেছি। বিশেষ করে তৃতীয় সেটে খেলেছি আমার জীবনের সেরাটাই। জয়ের জন্য এটাই ছিল আমার একমাত্র উপায়। তাই আমি সত্যিই গর্বিত।’
×