ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

তিন বছরে ৫শ’ ইজিবাইক ছিনতাই ও চুরি, গ্রেফতার ৫

প্রকাশিত: ২১:২১, ২৮ সেপ্টেম্বর ২০২১

তিন বছরে ৫শ’ ইজিবাইক ছিনতাই ও চুরি, গ্রেফতার ৫

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ চক্রটি টাঙ্গাইল, মানিকগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকা থেকে গত ৩ বছরে ৫শ’ এর অধিক ইজিবাইক চুরি ও ছিনতাই করেছে। এমনি এক চক্রের মূলহোতাসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার জিরানী বাজার এলাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ রকিবুল হাসান রকিব। গ্রেফতারকৃতরা হলেন- চক্রের মূলহোতা মোঃ বশির আহম্মদ (৪০), মোঃ মোস্তফা কামাল (৪৯), মোঃ জিয়াউর রহমান (২৭), মোঃ জলিল (৩২) ও মোঃ ওসমান শেখ (৩১)। র‍্যাব জানায়, চক্রটি প্রথমে প্রাইভেট কার বা মাইক্রোবাসযোগে টাঙ্গাইল, মানিকগঞ্জসহ পার্শ্ববর্তী জেলার গিয়ে নতুন ইজিবাইকের উপর নজরদারী করত। তারপর ইজিবাইকের সামনে গিয়ে ইজিবাইকের ড্রাইভারকে শুনিয়ে উচ্চস্বরে মোবাইলে কথা বলত ‘আম্মা হাসপাতালে ভর্তি, মাঝ পথে গাড়ীটা নষ্ট হয়ে গেল, কিভাবে আম্মার কাছে পৌঁছাবো। আম্মাকে গিয়ে জীবিত পাব কিনা জানি না।’ তখন অপর প্রান্ত থেকে চক্রের অন্য সদস্য বলত, একটা ইজি বাইক নিয়ে চলে আয়। তারপর তারা ইজি বাইকের ড্রাইভারকে গন্তব্যে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করত। এরপর ইজি বাইক যাত্রা শুরু করলে কিছুক্ষণ পর তাদের কিছু জরুরী কাগজপত্র গাড়ীতে রয়ে গেছে এবং ইজি বাইকের ড্রাইভারকে উক্ত কাগজ গাড়ী থেকে নিয়ে আসার জন্য অনুরোধ করত। এরপর ইজিবাইকের ড্রাইভার গাড়ী থেকে নেমে গেলে আসামীরা ইজিবাইক নিয়ে পালিয়ে যেত। র‍্যাব আরও জানায়, চক্রটি বিভিন্ন সময় ইজিবাইক ভাড়া করে নির্জন স্থানে গিয়ে কখনও চালকের হাত-পা বেঁধে, আবার কখনও চালককে অজ্ঞান করে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক ছিনতাই করত। পরে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের মূলহোতাসহ পাঁচ সদস্যকে গ্রেফতার ও ১৮টি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ রকিবুল হাসান রকিব বলেন, চক্রের মূলহোতা বশির ও তার অন্যতম সহযোগী জিয়ার সহায়তায় চোরাই ব্যাটারী চালিত ইজিবাইকের রং, সিট কভার পরিবর্তন করে একটি বাম্পার লাগিয়ে বিভিন্ন লোকজনের কাছে বাজার দামের চেয়ে অর্ধেক দামে বিক্রয় করে দিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিকেলে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
×