ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

তীব্র গরমে রাজশাহীতে সুপেয় পানির ব্যবস্থা করলেন শাহরিয়ার আলম

প্রকাশিত: ২০:৪২, ২৯ এপ্রিল ২০২৪

তীব্র গরমে রাজশাহীতে সুপেয় পানির ব্যবস্থা করলেন শাহরিয়ার আলম

সাধারণ মানুষের বাড়ী বাড়ী সুপেয় পানি দেওয়া হচ্ছে।

সারাদেশে তীব্র তাপদাহ চলছে। জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ ও বিপর্যস্ত। অধিকাংশ টিউবওয়েলে পানির লেয়ার নিচে নেমে যাওয়া টিউবওয়েলে উঠছেনা পানি।

এই তাপদাহে রাজশাহী বাঘা উপজেলায় সাধারণ মানুষের বাড়ী বাড়ী সুপেয় পানির সরবরাহের ব্যবস্থা করেছে চারঘাট-বাঘার সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম। বাঘা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ১০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ টাঙ্কিতে পানি ধারণ করে সংকটময় এলাকায় সরবরাহ করা হচ্ছে প্রতিদিন সকল থেকে সন্ধা পর্যন্ত।সোমবার বাঘা উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায়  ১০০০ লিটার ধারণ ক্ষমতা সম্পূর্ণ ৭ টি টাঙ্কিতে করে এ পানি সরবরাহ করা হয়। এ বিষয়ে মোহাম্মদ শাহরিয়ার আলম জনকণ্ঠকে বলেন, দেশের আবহাওয়া এখন যেমন হয়েছে তা বিগত বছরগুলোতে দেখা যায় নি। তীব্র গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এসময় যে যেভাবেই সাধারণ মানুষের কাজে এগিয়ে আসতে হবে। আমরা এই দুর্যেোগপূর্ণ সময়ে প্রতিদিন ৫০ হাজর লিটার পানি সংকটময় এলাকায় সরবরাহ করছি। এই কাজিট চলমান থাকবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত।

 

স্বপ্না

×