ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

অভিজিৎ সেনগুপ্তের নাটকের বই প্রকাশিত

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৪৪, ২৯ এপ্রিল ২০২৪

অভিজিৎ সেনগুপ্তের নাটকের বই প্রকাশিত

অভিজিৎ সেনগুপ্তের লেখা নাটকের বই ‘নাটকের জন্য জনগণ

দেশেীয় নাট্যচর্চা কিছুটা হলেও ভাটা পড়েছে। এই ভাটারমুখে প্রকাশ হলো নান্দীমুখ নাট্যদলের প্রধান ও ফ্রন্টলাইন থিয়েটার পত্রিকার সম্পাদক অভিজিৎ সেনগুপ্তের লেখা নাটকের বই ‘নাটকের জন্য জনগণ, নাকি জনগণের জন্য নাটক’। বইটি প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অনুপমা প্রকাশনী। সম্প্রতি এক আয়োজনের মধ্যদিয়ে কলকাতার কলেজ স্ট্রিটে বিদ্যসাগর ভবনে দেজ বইঘরে বইটির মোড়ক উন্মোচন করা হয়। 
অভিজিৎ সেনগুপ্ত জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য নাট্যকার চন্দন সেন, সলিল সরকার, প্রচ্ছদকারী শিল্পী রাজীব দত্ত, বইটির প্রকাশক সৌম্যা রায় চৌধুরী, আলোকচিত্রী রঞ্জু সরকার প্রমুখ। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি গ্রন্থের মুখবন্ধ লেখক নাট্যগবেষক ড. আশিস গোস্বামী। অতিথিরা বলেন, অভিজিৎ সেনগুপ্ত দুই বাংলার নাট্য জগতে অতি পরিচিত নাম এবং বন্ধুজন। অভিজিতের গবেষণালব্ধ গ্রন্থটি বহমান বৃহত্তর বঙ্গ নাট্যসংস্কৃতির ভান্ডারে এক বিশেষ অধ্যায় সংযোজন করবে সিঃসন্দেহে। আলোচকরা আরও বলেন, যারা নাট্যশিল্প চর্চায় গভীর অন্বেষণের চেষ্টা করে চলেছেন, তাদের কাছে বইটি সমাদৃত হবে।

×