ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:৩৩, ২২ সেপ্টেম্বর ২০২১

হবিগঞ্জ জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধনী শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে হবিগঞ্জ জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বর্ণালী পালের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন- সিভিল সার্জন এ কে এম মোস্তাফিজুর রহমান। কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- জেলা তথ্য অফিসার পবন চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
×