ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এহসান গ্রুপের এমডি রাগীব ও ৩ ভাইয়ের নামে আরও ৪ মামলা

প্রকাশিত: ০১:১২, ১৬ সেপ্টেম্বর ২০২১

এহসান গ্রুপের এমডি রাগীব ও ৩ ভাইয়ের নামে আরও ৪ মামলা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ পুলিশের রিমান্ডে থাকা এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাই মাওলানা আবুল বাশার, মোঃ খাইরুল ইসলাম ও মুফতি মাহমুদুল হাসানের বিরুদ্ধে আরও ৪টি প্রতারণার মামলা হয়েছে পিরোজপুর সদর থানায়। এ নিয়ে এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার তিন ভাইয়ের নামে মোট পাঁচটি মামলা দায়ের করা হলো। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান মিলু বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার কুমারখালী এলাকার মোঃ হেমায়েত উদ্দিন বাদী হয়ে সদর থানায় দুই কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। একইদিনে সদর উপজেলার শিকারপুর এলাকার মোঃ আব্দুল মালেক বাদী হয়ে দুই লাখ ৭৫ হাজার ২০০ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী এলাকার মোঃ মনির বাদী হয়ে তিন লাখ ৩৯ হাজার ২০০ টাকা আত্মসাত ও প্রতারণা মামলা দায়ের করেন। এছাড়া একই উপজেলার ছোটশৌলা গ্রামের আবুল হোসেন বাদী হয়ে ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা আজাদ হোসেন জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার একটি বাসা থেকে এহসান গ্রুপের এমডি মুফতি মাওলানা রাগীব আহসান ও তার ভাই আবুল বাশারকে গ্রেফতার করেছে র‌্যাব ঢাকা এবং অপর দুই ভাই মুফতি মাওলানা মাহমুদুল হাসান ও মোঃ খাইরুল ইসলামকে পিরোজপুরের খলিশাখালীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পিরোজপুর পুলিশ। তিনি বলেন, মঙ্গলবার থেকে তাদের পুলিশ হেফাজতে নিয়ে এসে আমরা মামলার রহস্য উদঘাটন এবং এই বিষয়ে কারা কারা সংশ্লিষ্ট আছেন বা ছিলেন তাদের আমরা তদন্তের মাধ্যমে নিয়ে আসতে সক্ষম হবো। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা আছেন আশা করছি তারা সুবিচার পাবেন।
×