ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে তিন শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০০:৪১, ১৭ জুন ২০২১

হবিগঞ্জে তিন শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৬ জুন ॥ মাধবপুর ও বানিয়াচং উপজেলায় জলাশয় থেকে তিনটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, শিশুরা সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে। বুধবার (১৬ জুন) দুপুরে ও বিকেল পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। শিশুরা হলো জেলার বানিয়াচং উপজেলার দেশমুখ্যপাড়ার নুরফল মিয়ার মেয়ে নুসরাত জাহান (৭), একই পাড়ার নূর মিয়ার মেয়ে তাসফিয়া আক্তার (৮) ও মাধবপুর উপজেলার সোয়াবই গ্রামের দুলাল মিয়ার মেয়ে লামিয়া বেগম (২)। মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বানিয়াচংয়ের নুসরাত ও তাসফিয়া আপন চাচাত বোন। বুধবার বিকেল ৫টায় পরিবারের সদস্যরা বাড়ির পার্শ্ববর্তী জলাশয়ের পাড়ে শিশুদের জামা-কাপড় দেখতে পান। পরে পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে মাধবপুরের শিশু লামিয়াকে তার পরিবারের সদস্যরা খোঁজ করে পাচ্ছিলেন না। এক পর্যায়ে বুধবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী জলাশয় থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানিয়েছেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন বলেন, নুসরাত ও তাসফিয়ার পরিবার জানিয়েছে তারা সাঁতার না জানায় পানিতে পড়ে মারা গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
×