ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঘরে বসেই অক্সিজেন সেবা

প্রকাশিত: ২১:১৪, ৫ মে ২০২১

ঘরে বসেই অক্সিজেন সেবা

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৪ মে ॥ ঘরে বসেই বিনামূল্যে অক্সিজেন সেবা পাবেন ঝিনাইদহ পৌরসভার অসহায় দরিদ্ররা। মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সহযোগিতায় নবগঙ্গা রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ নামের ২টি স্বেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচী হাতে নিয়েছে। ঝিনাইদহ পৌরসভার এলাকার অসহায় দরিদ্র মানুষ যারা করোনায় আক্রান্ত হয়েও হাসপাতালে যেতে পারছেন না। অর্থের অভাবে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারছেন তারা হটলাইনের মাধ্যমে যোগাযোগ করলে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হবে। নবগঙ্গা রক্ষা পরিষদ ও ঝিনুকদহ ভাষা পরিষদ এবং পৌরসভা নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে তাদের বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিবেন।
×