ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

সিটির স্বপ্ন ভেঙ্গে ফাইনালে চেলসি

প্রকাশিত: ২৩:৪৪, ১৯ এপ্রিল ২০২১

সিটির স্বপ্ন ভেঙ্গে ফাইনালে চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ এফএ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল ম্যানচেস্টার সিটি। শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে শেষ চারের ম্যাচে চেলসি ১-০ গোলে পরাজিত করেছে পেপ গার্ডিওলার দলকে। সেইসঙ্গে শেষ পাঁচ মৌসুমে চারবারই এই টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করল ব্লুজরা। আর তাতেই ঐতিহাসিক কোয়াড্রপল অর্থাৎ চার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল ম্যানচেস্টার সিটির। ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা পুনরুদ্ধারের পথে দুর্বার গতিতে এগিয়ে চলছে ম্যানচেস্টার সিটি। ২৫ এপ্রিল লীগ কাপের ফাইনালে টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হবে তারা। চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছে পেপ গার্ডিওলার দল। এফএ কাপের সেমিফাইনালের বাধা অতিক্রম করতে পারলে চার শিরোপা জয়ের আরও কাছাকাছি পৌঁছে যাবে সিটিজেনরা। সেই লক্ষ্য নিয়েই ওয়েম্বলি স্টেডিয়ামে শনিবার চেলসির মুখোমুখি হয়েছিল পেপ গার্ডিওলার দল। একদিকে পেপ গার্ডিওলা অন্যদিকে থমাস টাচেল। তবে ফেবারিট হিসেবেই মাঠে নেমেছিল ম্যানসিটি। খেলেছিলও দুর্দান্ত। কিন্তু দলটির দুই ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস আর রাহিম স্টার্লিংয়ের ফিনিশিং ব্যর্থতায় সুযোগ কাজে লাগাতে পারেনি গার্ডিওলার দল। বারবার গোলপোস্টের কাছাকাছি গিয়েও চেলসির জালে বল জড়াতে পারেননি তারা। এমন সব লক্ষ্যভ্রষ্ট শট দেখতে দেখতেই গোলশূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধেই গোলের দেখা পেয়ে যায় ব্লুজরা। ম্যাচের ৫৫ মিনিটে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন চেলসির মরক্কোয়ান ফরোয়ার্ড হাকিম জিয়েখ। সেইসঙ্গে ইংলিশ ক্লাবটির হয়ে পঞ্চম গোলটি করেন তিনি। তবে ব্লুজদের জার্সিতে পাঁচ গোলের চারটিই এসেছে কাপ প্রতিযোগিতায়। মজার ব্যাপার হলো ২৮ বছর বয়সী হাকিম জিয়েখের তিনটি গোলেই এ্যাসিস্ট করেছেনে ওয়ার্নার। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় চেলসির হয়ে ১৯ গোলে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। নিজে ১০ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৯ গোলে সহায়তা করেছেন এই ওয়ার্নার। চেলসির অন্য যে কোন খেলোয়াড়ের চেয়ে অন্তত তিন গোল বেশি। সিটিজেনদের বিপক্ষে ম্যাচের শেষদিকে ক্রিশ্চিয়ান পুলিসিচ আরও একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এর ফলে ১-০ গোলের জয় নিয়েই ফাইনালে নিশ্চিত করে চেলসি। সেইসঙ্গে আরও একবার থমাস টাচেলের চমক দেখল ভক্ত-অনুরাগীরা। জার্মানির প্রথম কোচ হিসেবে ইংলিশ এফএ কাপের ফাইনালে জায়গা করে নিলেন তিনি। শুধু তাই নয় গত জানুয়ারিতে চেলসির দায়িত্ব নেয়ার পর ১৪ ম্যাচে ক্লিন শিট থাকার নজির গড়লেন পিএসজির সাবেক এই কোচ। ইউরোপের শীর্ষ সারির পাঁচ লীগে অন্য যে কোন দলের চেয়েও যা সর্বোচ্চ। ব্লুজদের কোচ হিসেবে মাত্র ৮১ দিনের মধ্যেই তিনি পেপ গার্ডিওলা, জার্গেন ক্লপ, ডিয়েগো সিমিওনে, জোশে মরিনহো এমনকি কার্লো আনচেলত্তির মতো বিশ্ব ক্লাব ফুটবলের শীর্ষ সারির কোচদের পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন থমাস টাচেল। তাদের বিপক্ষে ম্যাচে কোন গোল হজম না করার রেকর্ডও গড়েছেন চেলসির এই কোচ। তার এমন জাদুকরী পারফর্মেন্সের সৌজন্যেই এফএ কাপের ফাইনালে উঠার আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি। সেইসঙ্গে প্রিমিয়ার লীগে শীর্ষ চার থেকে মাত্র ১ পয়েন্ট দূরে অবস্থান করছে ব্লুজরা। সিটির বিপক্ষে এমন পারফর্মেন্সের পর গর্বিত টাচেল, ‘এটা অনেক অনেক শক্তিশালী পারফর্মেন্স তাতে কোন সন্দেহ নেই। এমন পারফর্মেন্সে আমি খুব খুশি এবং গর্বিত।’ এদিকে চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত খেলা পেপ গার্ডিওলার কৌশল এদিন হেরে গেছে টাচেলের কাছে। তার কৌশল মেনে নিতে পারছেন না ফুটবল পণ্ডিত ও ম্যানচেস্টার সিটির সাবেক খেলোয়াড়রাও। রবিবার এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে লিচেস্টার সিটির মুখোমুখি হয় সাউদাম্পটন। এই ম্যাচের বিজয়ী দলই ১৫ মে’র ফাইনালে চেলসির মুখোমুখি হবে।
×