ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ৩০ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে সব বিমানবন্দর ॥ মাহবুব আলী

প্রকাশিত: ০১:০৬, ১১ মার্চ ২০২১

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে সব বিমানবন্দর ॥ মাহবুব আলী

স্টাফ রিপোর্টার ॥ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে দেশের সব বিমানবন্দর। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে দেশের সকল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান বন্দরে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই উন্নয়ন কর্মকা- সমাপ্তির পর দেশের বিমানবন্দরগুলো হবে যাত্রীদের জন্য আস্থা ও স্বস্তির জায়গা। সেবার মান উন্নয়নের মাধ্যমে যাত্রীদের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা কাজ করছি। বুধবার চট্টগ্রামে শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নযন কর্মকা- পরিদর্শন কালে এ কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের সকল বিমানবন্দর হতে দিন-রাত ২৪ ঘণ্টা ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা প্রদান করেছেন। এই নির্দেশনা অনুসারে দেশের সব বিমানবন্দর হতে ২৪ ঘণ্টা ফ্লাইট অপারেট করার জন্য কাজ চলছে। এ কাজ সমাপ্তির দেশের প্রধান প্রধান পর্যটন গন্তব্যে পর্যটকদের যাতয়াত সহজ হবে। পরে প্রতিমন্ত্রী চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন সংক্রান্ত প্রকল্প পরিদর্শন করেন।এ সময় সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্য্যান মোঃ হান্নান মিয়া, বেবিচক সদস্য এয়াার কমোডর খালিদ হোসেন ও প্রধান প্রকৌশলী আঃ মালেক উপস্থিত ছিলেন।
×