ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নর্থ বেঙ্গল সুগার মিলের আখের জমিতে আগুন

প্রকাশিত: ২১:৫২, ২৩ ফেব্রুয়ারি ২০২১

নর্থ বেঙ্গল সুগার মিলের আখের জমিতে আগুন

সংবাদদাতা, লালপুর, ২২ ফেব্রুয়ারি ॥ নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলের আখের জমিতে আগুন দেয়া হয়েছে। এতে আড়াই একর জমির ৪০ থেকে ৫০ মে. টন আখ পুড়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস-এর নরেন্দ্রপুর খামারের আওতাধীন আখের জমিতে এই ঘটনা ঘটে। এক ঘণ্টা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন উপজেলা ফায়ার সার্ভিস। এ বিষয়ে মিলের জিএম (খামার) অনিসুজ্জামান বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পুড়ে যাওয়া আখ মাড়াই করতে পারলে তেমন কোন ক্ষতি হবে না। তবে ১০ থেকে ১৫ হাজার টাকার শুকনো পাতা পুড়ে গেছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে এ বিষয়ে মিলস কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে লালপুর থানায় একটি জিডি করা হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় ইজিবাইক চালক উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার প্রবেশদ্বার গৌরনদী উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে ইজিবাইকসহ নিখোঁজ চালক রাকিব হাওলাদারকে (১৮) অমানুষিক নির্যাতনের পর হাত ও পা বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের নজরুল হাওলাদার জানান, তার পুত্র রাকিব হাওলাদার প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে নিজের ইজিবাইক নিয়ে যাত্রী পরিবহনে নামে।
×