ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় বিভাগ দাবা লিগ

প্রকাশিত: ১৯:৪১, ২৬ জানুয়ারি ২০২১

দ্বিতীয় বিভাগ দাবা লিগ

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিববর্ষ মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগ-এর সপ্তম রাউন্ডের খেলা শেষে ১২ পয়েন্ট নিয়ে বিডি চেস ইন স্কুল ও শাহানূর খান স্মৃতি সংসদ যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে স্পোর্টস বাংলা এককভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। দশ পয়েন্ট করে নিয়ে ৫ টি দল মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছে। দলগুলো হলোঃ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (চ্যাম্পিয়নস), লিজেন্ড ফারাজ আয়োজ হোসেন চেস টিম, গ্রাসরুট স্পোর্টস একাডেমি, বাংলাদেশ পুলিশ প্রাইম টিম ও মোহাম্মদপুর চেস ক্লাব। ৯ পয়েন্ট নিয়ে এদের পরেই রয়েছে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (এলিট) ও আর্থার ইউসুপভ ট্রেনিং গ্রুপ। আজ (মঙ্গলবার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ার অডিটেরিয়াম লাউঞ্জে সপ্তম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। সপ্তম রাউন্ডের খেলায় বিডি চেস ইন স্কুল ৩-১ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (চ্যাম্পিয়নস)-কে, শাহানূর খান স্মৃতি সংসদ ৪-০ গেম পয়েন্টে লিজেন্ড ফারাজ আয়াজ হোসেন চেস টিমকে, স্পোর্টস বাংলা ৪-০ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (এলিট)-কে, মোহাম্মদপুর চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে রংপুর দাবা খেলোয়াড় কল্যাণ সমিতিকে, বাংলাদেশ পুলিশ প্রাইম চেস টিম ৩-১ গেম পয়েন্টে শনিরআখড়া চেস ক্লাবকে, গ্রাসরুট স্পোর্টস একাডেমি ৩.৫-০.৫ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ ক্রাউন টিমকে, আর্থার ইউসুপভ ট্রেনিং গ্রুপ ২.৫-১.৫ গেম পয়েন্টে লতিফ ট্রাভেল চেস ক্লাব সিলেট-কে, ইয়াংস্টার চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে দেবনএয়ার চেস ক্লাবকে, বাংলাদেশ চেস এরিনা (ব্লু)- ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ চেস এরিনা (সবুজ)কে, ক্রিসেন্ট ক্লাব ৩-১ গেম পয়েন্টে গোয়লন্দ দাবা ক্লাবকে, সোহেল স্মৃতি সংসদ ৩-১ গেম পয়েন্টে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্পোর্টস ক্লাবকে, টাঙ্গাইল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিকে, দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ (লাল) ৩-১ গেম পয়েন্টে দাবার ত্রয়ী অগ্রজ স্মরণ সংঘ (সবুজ)-কে, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (ব্রাভো) ৩.৫-০.৫ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে, মাসুদ স্পোর্টস চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে ব্র্যাক চেস ক্লাবকে, বাংলাদেশ পুলিশ স্টার টিম ৩.৫-০.৫ গেম পয়েন্টে ব্যাকওয়ার্ড পনসকে, ফ্লেইম বয়েজ ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে ও ঢাকা চেস একাডেমি ৩-১ গেম পয়েন্টে জুম অটোকে পরাজিত করে। নাখালপাড়া যুব কল্যাণ সংঘ ২-২ গেম পয়েন্টে পিন চেস পাওয়ারের সাথে, আবু সায়িদ চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে জেইউ চেস ক্লাবের সাথে ও দিপালী মেমোরিয়াল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি (নাইট)- এর সাথে ড্র করে। আগামীকাল (বুধবার) বেলা ৩-০০ টা হতে একই স্থানে অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।
×