ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

পিএসজির তিন মিনিটের ঝড়ে বিধ্বস্ত মপিলিয়ের

প্রকাশিত: ০০:২০, ২৪ জানুয়ারি ২০২১

পিএসজির তিন মিনিটের ঝড়ে বিধ্বস্ত মপিলিয়ের

স্পোর্টস রিপোর্টার ॥ মপিলিয়েরের বিপক্ষে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নেইমার, মাউরো ইকার্দি এবং কিলিয়ান এমবাপের সৌজন্যে ফ্রেঞ্চ লীগ ওয়ানের ম্যাচে এদিন তারা ৪-০ গোলে বিধ্বস্ত করে সফরকারীদের। দ্বিতীয়ার্ধের তিন মিনিটের ঝড়ে এদিন রীতিমতো বিধ্বস্ত হয় মপিলিয়ের। এই জয়ের ফলে লিলির থেকে তিন পয়েন্ট এগিয়ে থেকে লীগ টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখল মাউরিসিও পোচেত্তিনোর শিষ্যরা। পিএসজি’র হয়ে এদিন শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। মাইলফলকের ম্যাচেও গোল পেয়েছেন তিনি। পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন বার্সিলোনার সাবেক এই তারকা ফরোয়ার্ড। তার আগে ফরাসী তারকা এমবাপের গোলে প্রথম এগিয়ে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধের ৬০-৬৩ মিনিটে ঝড় তুলে স্বাগতিক শিবির। মাত্র সাড়ে তিন মিনিটের ব্যবধানেই প্রতিপক্ষের জালে তিনবার বল জড়ান নেইমার, ইকার্দি ও এমবাপে। তবে দুর্ভাগ্য মপিলিয়ের। পার্ক ডি প্রিন্সেসে দর্শকশূন্য মাঠে ম্যাচ শুরুর ১৯ মিনিটেই যে ১০ জনের দলে পরিণত হয় মপিলিয়ের। এমবাপেকে ফাউলের অপরাধে তাদের সুইস গোলরক্ষক জোনাস ওমলিনকে মাঠ ছাড়তে হয়। এর পরের সময়টাতে সফরকারীদের একজন কম নিয়েই খেলতে হয়েছে। গত ২ জানুয়ারি থমাস টাচেলের উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাউরিসিও পোচেত্তিনো। সাবেক টটেনহ্যাম হটস্পারের এই অভিজ্ঞ কোচ প্যারিস জায়ান্টদের দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম ম্যাচে সেইন্ট-এতিয়েনের সঙ্গে ড্র করে। এরপর টানা চতুর্থ জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। পিএসজি কোচ পোচেত্তিনো কোভিড-১৯’এ আক্রান্ত হওয়ার পর এক সপ্তাহ বিশ্রামে থেকে শুক্রবার আবারও ডাগআউটে ফিরেন। সুস্থ হয়ে ফিরে এসে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে পোচেত্তিনো বলেন, ‘আমি ভাল অনুভব করছি। দলে ফিরে আসাটা সবসময়ই আনন্দের।’
×