ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ॥ ওয়ানডে দলে নতুন তিন মুখ- শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম

সাকিব ইন, মাশরাফি আউট

প্রকাশিত: ২৩:২৮, ১৭ জানুয়ারি ২০২১

সাকিব ইন, মাশরাফি আউট

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার। এ ওয়ানডে সিরিজের জন্য শনিবার ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে যোগ হয়েছেন। আগেই জানা ওয়ানডের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা চূড়ান্ত দলে থাকছেন না। তিনি দল থেকে আউট হয়েছেন। ঘোষিত দলে ওয়ানডেতে তিন নতুন মুখ মিলেছে। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের সঙ্গে পেসার হাসান মাহমুদ আছেন। অনুর্ধ-১৯ বিশ্বকাপ জয়ী পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে আছেন। প্রথম ওয়ানডে ২০ জানুয়ারি হওয়ার পর ২২ ও ২৫ জানুয়ারি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। ম্যাচগুলো বেলা সাড়ে ১১ টায় শুরু হবে। বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলে জিম্বাবুইয়ের বিরুদ্ধে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গত বছর মার্চে হয় সিরিজটি। এরপর তো করোনাভাইরাস মহামারীর জন্য আর কোন আন্তর্জাতিক ক্রিকেটই খেলতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। ১০ মাস পর আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচ খেলা দিয়ে আর তিনদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টাইগাররা। সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে অধিনায়ক ছিলেন মাশরাফি। এবার তিনি প্রাথমিক দলেই সুযোগ পাননি। তাই স্বাভাবিকভাবেই চূড়ান্ত দলে থাকার কথা নয়। তাই নেই মাশরাফি। একবছর ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার কারণে সর্বশেষ সিরিজে সাকিব থাকতে পারেননি। এবার যখন নিষিদ্ধ থেকে মুক্ত হয়েছেন স্বাভাবিকভাবে তার দলে থাকার কথা। আছেনও সাকিব। সর্বশেষ ওয়ানডে দল থেকে মাশরাফির সঙ্গে পেসার আল আমিন হোসেন, নাঈম শেখ, শফিউল ইসলাম বাদ পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজের জন্য ঘোষিত ২৪ সদস্যের প্রাথমিক দল থেকে মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাঈম শেখ, আল-আমিন হোসেন, নাসুম আহমেদ, ইনজুরিতে আগেই ছিটকে পড়া পারভেজ হোসেন ইমন চূড়ান্ত দলে সুযোগ পাননি। অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে সুযোগ করে দেয়ায় মোসাদ্দেক আউট হয়েছেন। আর দলে টপঅর্ডারের ছড়াছড়ি। তাতে করে নাঈম শেখ আউট হয়েছেন। সর্বশেষ জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দলে না থাকা তাসকিন আহমেদ ও রুবেল হোসেন এবার দলে যোগ হয়েছেন। তিন তরুণ ক্রিকেটার মেহেদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম ভবিষ্যত পরিকল্পনাতে, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ভিশনে দলে যোগ হয়েছেন। তাদের ভালভাবে পরখ করা হবে। মেহেদী হাসান ৪টি ও হাসান মাহমুদ একটি আন্তর্জাতিক টি২০ ক্রিকেট খেললেও ওয়ানডে খেলা এখনও হয়নি। মেহেদী হাসান ও হাসান মাহমুদ ঘরোয়া ক্রিকেটে দারুণ খেলে নির্বাচকদের নজর কাড়েন। আর শরিফুল তো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের উদ্দেশে হওয়া প্রস্তুতি ম্যাচে দারুণ করার সঙ্গে যেখানেই সুযোগ পাচ্ছেন নিজেকে মেলে ধরছেন। প্রথমবারের মতো তাই জাতীয় দলে সুযোগ পেয়ে গেলেন। সর্বশেষ জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজের পরই যে মাশরাফি আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকছেন না তা মাশরাফিই জানিয়ে দেন। সিরিজ শেষ হতেই তা জানান মাশরাফি। গত বছর ৬ মার্চ জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার দুইদিন পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে দেয়। বাংলাদেশ ওপেনার তামিম ইকবালকে করা হয় অধিনায়ক। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে তামিম অধিনায়কত্ব করার সুযোগই পাননি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ দিয়ে নিয়মিত অধিনায়কের দায়িত্ব পালন করা শুরু করে দেবেন তামিম।
×