ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনীর জয় প্রেসিডেন্ট কাপ হকিতে

প্রকাশিত: ২৩:৪৭, ২৫ নভেম্বর ২০২০

সেনাবাহিনীর জয় প্রেসিডেন্ট কাপ হকিতে

স্পোর্টস রিপোর্টার ॥ মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট কাপ হকি প্রতিযোগিতা ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে চলছে। মঙ্গলবার দুটি খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ সেনাবাহিনী ৪-২ গোলে বাহফে সবুজ দলকে হারায়। বিজয়ী দলের আহসান হাবিব, মনোজ বাবু, মিলন হোসেন এবং তানজিম আহমেদ ১টি করে গোল করেন। বিজিত দলের মাহবুব হোসেন এবং আশরাফুল ইসলাম ১টি করে গোল করেন। দ্বিতীয় খেলায় বাংলাদেশ পুলিশ ২-২ গোলে বাহফে লাল দলের সঙ্গে ড্র করে। পুলিশ দলের হাসান যুবায়ের নিলয় জোড়া গোল করেন। বাহফে লাল দলের নাইম উদ্দিন ও আরশাদ হোসেন ১টি করে গোল করেন। জাতীয় নারী ডিউবলে আনসার চ্যাম্পিয়ন স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় নারী ডিউবল প্রতিযোগিতার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। মঙ্গলবার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪-১-এ বাংলাদেশ পুলিশ ডিউবল ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এ সময় ওয়ালটনের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার, ডিউবল এ্যাসোসিয়েশনের সহসভাপতি ও আনসারের সহকারী পরিচালক রায়হানউদ্দিন ফকির, সাধারণ সম্পাদক বিএম শহিদুজ্জামান ও কোষাধ্যক্ষ দীন ইসলাম উপস্থিত ছিলেন। আফ্রিদির ফ্লাইট মিস স্পোর্টস রিপোর্টার ॥ সময়মতো শ্রীলঙ্কাগামী বিমান ধরতে পারেননি শহিদ আফ্রিদি। এতে লঙ্কা প্রিমিয়ার লীগে (এলপিএল) শুরুর দিকে খেলতে পারবেন না গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক। গত সোমবার বিমানে চড়ার কথা ছিল আফ্রিদির। কিন্তু ফ্লাইট মিস করেন তিনি। পরে নিজেই টুইট বার্তায় নিশ্চিত করেন বিষয়টি। তার অনুপস্থিতিতে দলটিকে নেতৃত্ব দিতে পারেন সহ-অধিনায়ক ভানুকা রাজাপাকশে। আফ্রিদি অবশ্য টুইটে জানান, দ্রুতই শ্রীলঙ্কায় পৌঁছাবেন তিনি। তবে তার পরবর্তী ফ্লাইট নিয়ে কিছু নিশ্চিত করেননি। গল গ্ল্যাডিয়েটর্স আশা করছে, বুধবারের মধ্যে পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার শ্রীলঙ্কায় পৌঁছাবেন। দলের প্রথম দুই ম্যাচে আফ্রিদিকে না পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তারা। বৃহস্পতিবার শুরু হবে শ্রীলঙ্কার ঘরোয়া টি২০ এলপিএল। গল গ্ল্যাডিয়েটর্সের প্রথম দুই ম্যাচ পরের দুইদিন।
×