ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামের রৌমারীর খাটিয়ামারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

প্রকাশিত: ১২:১১, ২১ নভেম্বর ২০২০

কুড়িগ্রামের রৌমারীর খাটিয়ামারী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের গুলিতে এলাকার হাসিনুর রহমান নামে এক বাংলাদেশী মারা গেছে। মারা যাওয়া ব্যক্তি গরু চোরাকারবারি চক্রের সদস্য বলে জানা গেছে। সে খাটিয়ামারী এলাকার আবুল হোসেনের ছেলে । বিজিবি ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে ভারতীয় গরু পাচারের উদ্দেশ্যে চোরাকারবারির দল গরু পাচারের সময় ভারতের বিএসএফ ক্যাম্পের সদস্যদের ছোড়া গুলিতে হাসিনুর আহত হলে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মারা যায়। পরে তার মরদেহ রৌমারী থানায় নেয় পুলিশ। বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আজাদ জানান, তারা গরু পাচারের উদ্দেশ্যে গেলে বিএসএফ গুলি ছোড়ে। পরে সে হাসপাতালে মারা গেছে বলে শোনা গেছে। লাশ থানায় আছে।
×