ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

এল সালভাদরে ভূমিধস ॥ নিহত ৭, নিখোঁজ ৩৫

প্রকাশিত: ১৩:৩০, ৩১ অক্টোবর ২০২০

এল সালভাদরে ভূমিধস ॥ নিহত ৭, নিখোঁজ ৩৫

অনলাইন ডেস্ক ॥ মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে তুমুল বৃষ্টির ফলে হওয়া ভূমিধসে অন্তত ৭ জন নিহত এবং প্রায় ৩৫ জন নিখোঁজ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। রাজধানী সান সালভাদর থেকে প্রায় ১৭ কিলোমিটার উত্তরে অবস্থিত নেজাপা এলাকার লস এঞ্জেলিতোস গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে শুক্রবার দেশটির সরকার জানিয়েছে। নিহতদের মধ্যে দুটি শিশুও আছে। কাদার নিচে আটকে পড়াদের উদ্ধারে শুক্রবার ভোরের দিকেও দেশটির সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি, দমকল কর্মী ও সাধারণ মানুষকে চেষ্টা করতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। “রাত প্রায় ১১টার দিকে বজ্রপাত ও হঠাৎ করেই ভূমিকম্প হচ্ছে বলে অনুভূত হয়। তখনই ভূমিধস আসছিল,” বলেন ভূমিধসে মেয়ে, নাতি ও জামাতা হারানো ৪৩ বছর বয়সী রিকার্ডা সিব্রিয়ান। লস এঞ্জেলিতোসের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে ভূমিধস হয় বলে জানিয়েছে এল সালভাদরের বেসামরিক সুরক্ষা সংস্থা। ভূমিধসের পর পরিস্থিতিকে ‘জটিল’ অ্যাখ্যা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মারিও দুরান। কাদার নিচে প্রায় ৩৫ জন চাপা পড়ে আছেন বলেও জানিয়েছেন তিনি।
×