ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

জিততে ভুলে গেছে জুভেন্টাস!

প্রকাশিত: ২১:৩০, ২৭ অক্টোবর ২০২০

জিততে ভুলে গেছে জুভেন্টাস!

স্পোর্টস রিপোর্টার ॥ জয় যেন ভুলে গেছে জুভেন্টাস। ইতালিয়ান সিরি’এ লীগে রেকর্ড টানা নয়বারের চ্যাম্পিয়নরা নতুন মৌসুমে মোটেও সুবিধা করতে পারছে না। দলটি সর্বশেষ তিন ম্যাচই ড্র করেছে। রবিবার রাতে ঘরের মাঠে করোনা আক্রান্ত ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে ছাড়া সফরকারী হেলাস ভেরোনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। আগের দু’ম্যাচে যথাক্রমে ক্রোটোন ও এএস রোমার সঙ্গেও ড্র করেছিল তুরিনের ওল্ডলেডিরা। জুভেন্টাস না পারলেও জিতেছে নেপোলি। স্বাগতিক বেনেভেন্টোকে ২-১ গোলে হারিয়েছে নেপলসের ক্লাবটি। বর্তমানে পাঁচ ম্যাচে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে জুভেন্টাস। চার ম্যাচে সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এসি মিলান। পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে ভেরোনা। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নেপোলি। দ্বিতীয়বার করোনা পজিটিভ রিপোর্ট আসায় জুভেন্টাসের হয়ে খেলতে পারেননি রোনাল্ডো। শুধু তাই নয়, আগামী বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে বার্সিলোনার বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচেও থাকছেন না সিআর সেভেন। দলের বড় তারকা না থাকলেও বলের লড়াইয়ে একতরফা প্রাধান্য ছিল জুভদের। কিন্তু ৬২ শতাংশ বল দখলে রেখেও জিততে পারেনি দলটি। প্রাধান্য নিয়ে খেললেও জুভেন্টাস স্টেডিয়ামে প্রথম গোলের ভাল সুযোগ পেয়েছিল সফরকারী ভেরোনাই। সপ্তম মিনিটে ডেভিড ভারোনি মাঝমাঠ থেকে বল নিয়ে জুভেন্টাসের সীমানায় প্রবেশ করেন। এরপর তার শট প্রতিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে বাইরে চলে যায়। গোলের জন্য মরিয়া ছিল জুভেন্টাসও। ৪১ মিনিটে গোল পেতে পেতে পায়নি তারা। এ সময় জুয়ান কুয়ারডাডোর জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। আক্রমণের পর আক্রমণ শানানো জুভেন্টাস প্রথমার্ধের ইনজুরি সময় গোল পায়। গোলটি করেছিলেন আলভারো মোরাটা। কিন্তু ভিডিও এ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। বিরতির পর চড়াও হয়ে খেলতে থাকে ভেরোনা। ৬০ মিনিটে গোলও আদায় করে তারা। বামপ্রান্ত দিয়ে মিডফিল্ডার মাট্টেও লোভাটোর পাস থেকে ডি বক্সের মুখে গিয়ে জোরালো শটে জুভেন্টাসের জাল কাঁপান স্ট্রাইকার আন্দ্রে ফাভিল্লি। গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া আক্রমণ শানাতে থাকেন স্বাগতিক ফুটবলাররা। অবশেষে ৭৭ মিনিটে মোরাটার পাসে জুভেন্টাসের হয়ে সমতা ফেরান ডেজান কুলুসেভস্কি। ৬১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন সম্ভাবনাময় এই মিডফিল্ডার। বাকি সময় অনেক চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি জুভেন্টাস। যে কারণে টানা তিন ড্রয়ের অস্বস্তি নিয়ে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়নদের।
×