ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নেপালের বিরুদ্ধে অভিষেক হচ্ছে ফুটবলার তারিক কাজীর

প্রকাশিত: ২৩:৪০, ২১ অক্টোবর ২০২০

নেপালের বিরুদ্ধে অভিষেক হচ্ছে ফুটবলার তারিক কাজীর

স্পোর্টস রিপোর্টার ॥ বসুন্ধরা কিংসের জার্সিতে তার মনোমুগ্ধকর খেলা দেখেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বাকি ছিল লাল-সবুজের জার্সিতে খেলা দেখার। সেই দৃশ্যও খুব শীঘ্রই দেখা যেতে পারে। বলা হচ্ছে তারিক রায়হান কাজীর কথা। আগামী ১৩ ও ১৭ নবেম্বর সাফ অঞ্চলের দেশ নেপালের বিপক্ষে দুটি ফিফাপ্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্পে যে ৩৬ ফুটবলারকে ডেকেছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ইংরেজ কোচ জেমি ডে তাতে ছিল তারিক কাজীর নামটিও। ফিনল্যান্ড প্রবাসী এই বাংলাদেশী ফুটবলার জানিয়েছেন আগামী সপ্তাহেই অর্থাৎ ২৭ অক্টোবর সকালে ফিনল্যান্ড থেকে বিমানযোগে ঢাকায় আসছেন। অবশ্য এর আগেই ফিফা বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ করোনাভাইরাসের জন্য পেছানো না হলে বাংলাদেশের পক্ষে আরও আগেই অভিষিক্ত হতে পারতেন তারিক। কেননা সেই উদ্দেশ্যে গঠিত ক্যাম্পে ডাকা ৩৬ ফুটবলারের মধ্যে ১৯ বছর বয়সী তারিকও ছিলেন। কয়েক বছর ধরেই ফুটবলপ্রেমীদের অনেকেই আক্ষেপ করেছিলেন ডেনমার্ক থেকে আগত জামাল ভুঁইয়ার মতো আরও কয়েক বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার পাওয়া গেলে জাতীয় দলের শক্তি আরও কয়েকগুণ বৃদ্ধি পেত। বাফুফে কম চেষ্টা করেনি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে একজনকে পাওয়া যায়। তবে বাফুফে নয় তাকে পায় দেশীয় ক্লাব বসুন্ধরা কিংস গত বছরের নবেম্বরে। রাইটব্যাক পজিশনে খেলা তারিক তখনই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখেন বলে জানিয়েছিলেন ক্লাব সংশ্লিষ্টরা। তারিক কাজী ইতোমধ্যেই খেলে ফেলেছেন ফিনল্যান্ডের অনুর্ধ-১৭, ১৮ ও ১৯ দলে। বসুন্ধরায় যোগ দেয়ার আগে খেলেছেন নিজের জন্মস্থান ট্যাম্পেরে শহরের ক্লাব ইলভেস্ ট্যাম্পেরেতে। ফিনল্যান্ডের সর্বোচ্চ পর্যায়ের ফুটবল ক্লাব এটি। এ ক্লাবের ২০১৮ সালে ইউরোপা লীগের বাছাইপর্বে একটি ম্যাচও খেলেছেন। ২০১৯ সালের আগামী ডিসেম্বরে ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। আর এই সুযোগটিই নেয় বসুন্ধরা কিংস। কাজীকে ভিড়িয়ে নেয় নিজেদের তাঁবুতে। তারিকের বাবার দেশের বাড়ি নওগঁয়া। এই সূত্রে শৈশব থেকেই সেখানে যাতায়াত আছে তারিকের। এই সুযোগেই তারিকের সন্ধান পায় কিংসরা। বাংলাদেশী পাসপোর্টও পেয়ে গেছেন তারিক। যখন বসুন্ধরার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তারিক, তখন ঘরোয়া ফুটবল তারিকের খেলা চোখে পড়ে বাংলাদেশ জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে’র। তারিকের খেলায় মুগ্ধ হন জেমি। তারই ফলশ্রুতিতে তারিকের অভিষেক হতে যাচ্ছে নেপালের বিরুদ্ধে। তারিকের অন্তর্ভুক্তিতে জাতীয় দলের শক্তিমত্তা যে বেড়ে যাবে বহুলাংশে এবং উপকৃত হবে দল তাতে কোন সন্দেহের অবকাশ নেই।
×