
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনায় ক্ষতিগ্রস্ত জেলার আগৈলঝাড়া উপজেলার কৃষকদের মাঝে সরকার ঘোষিত প্রনোদনার আওতায় ঋণ বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে সোনালী ব্যাংক লিমিটেডের গৈলা শাখার আয়োজনে কাঠিরা সরকারি প্রথমিক বিদ্যালয়ের হল রুমে ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের শাখা ব্যাবস্থাপক গৌতম রায়। প্রধান অতিথি ছিলেন গৈলা মডেল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু। বক্তব্য রাখেন ব্যাংকের এসপিও আবু হানিফ প্রমুখ। শেষে করোনাকালীন ক্ষতিগ্রস্থ একশ’ জন কৃষকের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।