ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঝিনাইদহে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

প্রকাশিত: ১৪:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২০

ঝিনাইদহে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে আজ শুক্রবার থেকে শুরু হয়েছে বাণিজ্য মন্ত্রনালয়ের অধীনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। পেঁয়াজসহ নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে শহরের ৫ টি স্থানে চলছে পণ্য বিক্রির কার্যক্রম। টিসিবি কর্তৃপক্ষ জানান, শহরের শিশু একাডেমী চত্বর, উজির আলী স্কুল এন্ড কলেজসহ বাজারগুলোর পাশে পণ্য বিক্রি চলছে। প্রতিজন ৩০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৫০ টাকা দরে ৩ কেজি চিনি, একই মুল্যে ২ কেজি মসুর ডাল ও ৪’শ টাকায় ৫ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। পণ্য কিনতে সকাল থেকেই বিক্রি হওয়া ট্রাকগুলোতে নানা শ্রেণী পেশার মানুষের ভীড় দেখা গেছে।
×