ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

লিসবনে বার্সিলোনা-বেয়ার্ন মহারণ আজ

প্রকাশিত: ২৩:৫২, ১৪ আগস্ট ২০২০

লিসবনে বার্সিলোনা-বেয়ার্ন মহারণ আজ

জাহিদুল আলম জয় ॥ অবশেষে দুয়ারে উপস্থিত মাহেন্দ্রক্ষণ। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা ও জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ চ্যানেল। পর্তুগালের লিসবনের স্টাডিও দ্যা লুজ স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের দিকে দৃষ্টি গোটা ফুটবল দুনিয়ার। ম্যাচে দু’দলের দুই তারকা বার্সার লিওনেল মেসি ও বেয়ার্নের রবার্ট লেভানডোস্কির মধ্যে হবে শ্রেষ্ঠত্বের লড়াই। এ দু’জনের পারফর্মেন্স পার্থক্য গড়ে দিতে পারে বলে অভিমত ফুটবল বিশেষজ্ঞদের। জার্মান ক্লাবগুলোর বিরুদ্ধে বার্সা অধিনায়ক মেসি বরাবরই সফল। তবে দলগত সাফল্যের হিসেব করলে অর্থাৎ মুখোমুখি লড়াইয়ে বেয়ার্নের চেয়ে পিছিয়ে আছে কাতালানরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে ১০ বার। এর মধ্যে বার্সার জয় মাত্র ২ ম্যাচে। বিপরীতে বেয়ার্ন জিতেছে ৬টি ম্যাচ। বাকি ২টি ম্যাচ ড্র হয়। ম্যাচগুলোতে বেয়ার্ন গোল করেছে ১৮টি, পক্ষান্তরে বার্সার গোল ১৪টি। আর চ্যাম্পিয়ন্স লীগের নকআউট পর্বে এর আগে ছয় ম্যাচে মুখোমুখি হয়েছে বেয়ার্ন-বার্সা। এতে বেয়ার্নের জয় তিনটি, বার্সার দুইটি। অন্য ম্যাচটি ড্র হয়। তবে দুই লেগ মিলিয়ে নকআউট পর্ব পেরুনোর হিসাবে বার্সিলোনা দুইবার ও বেয়ার্ন একবার সফল হয়েছে। প্রতিযোগিতায় দু’দলই এখন পর্যন্ত পাঁচবার করে চ্যাম্পিয়ন হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সর্বশেষ ৫ ম্যাচেই জিতেছে বেয়ার্ন। অন্যদিকে শেষ পাঁচ ম্যাচের মধ্যে বার্সা চারটি জিতলেও হেরেছে একটি ম্যাচ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দু’দলই পূর্ণশক্তির দল মাঠে নামাচ্ছে। বার্সিলোনার মূলশক্তি আক্রমণভাগ। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও এ্যান্টোনিও গ্রিজম্যানের সমন্বয়ে গড়া আক্রমণভাগ যে কোন দলের জন্যই ভয়ঙ্কর। দলটির আরেক ফরোয়ার্ড ফ্রান্সের বিশ্বকাপ জয়ী উসমান ডেম্বেলের খেলা নিয়ে শঙ্কা আছে। কেননা এখনও তিনি পুরোপুরি ফিটনেস ফিরে পাননি। বার্সার আরেক ফরাসী খেলোয়াড় ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি ম্যাচটি খেলতে পারবেন না। হাঁটুর ইনজুরিতে তিনি ছিটকে গেছেন। যে কারণে বার্সার দুর্বল রক্ষণভাগ আরও নড়বড়ে হয়ে গেছে। অন্যদিকে বেয়ার্নের হয়েও খেলতে পারছেন না তারকা ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ড। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী এই তরুণ বাভারিয়ানদের রক্ষণভাগের অন্যতম ভরসা। কিন্তু গোড়ালির ইনজুরির কারণে তিনি ম্যাচটি খেলতে পারছেন না। বার্সার মতো বেয়ার্নের আক্রমণভাগও তারকায় ঠাসা। এতে নেতৃত্ব দিবেন পোলিশ ফরোয়ার্ড লেভানডোস্কি। তার সঙ্গে থাকবেন জার্মানির অভিজ্ঞ তারকা টমাস মুলার ও সম্ভাবনাময় ফুটবলার জিনাব্রি। এবার রেকর্ড টানা ১৩ বারের মতো ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে বার্সিলোনা। যেখানে টানা আটবারের বেশি উঠতে পারেনি আর কোন দল। চলতি ২০১৯-২০ মৌসুমে এরই মধ্যে ঘরোয়া ডাবল জিতেছে বেয়ার্ন। শিরোপা দু’টি হলো জার্মান বুন্দেসলিগা ও জার্মান কাপ। আর বার্সিলোনা স্প্যানিশ লা লিগার শিরোপা হাতছাড়া করার আগে ছিটকে যায় কোপা ডেল’রে থেকে। তবে ইউরোপ সেরার মঞ্চে দুই দলের সামনে সমান সুযোগ দেখছেন বার্সার উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। তার মতে এত বড় মঞ্চে হিসেব-নিকেশের মূল্য নেই। ম্যাচে যে দল ভাল খেলবে তারাই হাসবে শেষ হাসি। সুয়ারেজ এ প্রসঙ্গে বলেন, এক লেগের ম্যাচে সবারই সমান সুযোগ থাকে। তাই এটা ফিফটি-ফিফটি। বেয়ার্ন দারুণ দল, চ্যাম্পিয়ন্স লীগ জয়ে অন্যতম ফেবারিট। তবে এটা ৯০ মিনিটে ১১ জনের বিরুদ্ধে ১১ জনের লড়াই। সুয়ারেজ যেমন প্রতিপক্ষ বেয়ার্নের প্রশংসা করেছেন। তেমনি বার্সিলোনাকেও সমীহ করছেন বেয়ার্ন ডিফেন্ডার ডেভিড আলাবা। ম্যাচটি নিয়ে তিনি বলেন, বার্সিলোনা খুবই ভাল দল। দলটিতে আছেন বেশ কয়েকজন সেরা খেলোয়াড়। কিন্তু গত কয়েক সপ্তাহের দিকে তাকালে দেখা যাবে আমরা পর্তুগালে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে এসেছি। দুই সপ্তাহ ধরে আমরা নিজেদের প্রস্তুত করেছি। তার ফলাফল সবাই মাঠে দেখছেন। ম্যাচে মেসি ও লেভানডোস্কির লড়াই নিয়ে অনেক কথা হচ্ছে। এ প্রসঙ্গে লেভানডোস্কি বলেন, আমাদের অবশ্যই বার্সিলোনার বিরুদ্ধে ভাল খেলতে হবে। এত বড় একটা দলের বিরুদ্ধে নিজেদের যোগ্যতার শতভাগ প্রমাণ দিতে হবে। প্রতিপক্ষ দলে মেসির মতো খেলোয়াড় আছে। তাকে আটকাতে আমরা সাধ্যমতো চেষ্টা করব। জার্মানির বিশ্বকাপ জয়ী সাবেক খেলোয়াড় লোথার ম্যাথিউসের দৃষ্টিতে ম্যাচে বেয়ার্নই ফেবারিট। এ প্রসঙ্গে তিনি বলেন, সেরা পারফর্মেন্স করার মতো মান অবশ্যই বার্সিলোনার আছে। কিন্তু আমি মনে করি, এই বার্সিলোনার কাছে হারতে হলে বেয়ার্নকে অনেক ভুল এবং বাজে খেলতে হবে। দুই দলের জন্যই কঠিন লড়াই অপেক্ষা করছে বলে মনে করেন বার্সিলোনা কোচ কিকে সেটিয়েন। তিনি বলেন, ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে। কারণ বেয়ার্ন দুর্দান্ত একটি মৌসুম পার করছে। এটা আমাদের জন্য যেমন কঠিন হবে, তেমনি তাদের জন্যও। তারা দুর্দান্ত দল, আমরাও তাই। অন্যদিকে বেয়ার্ন কোচ হ্যান্সি ফ্লিক বলেন, বার্সিলোনা অসাধারণ একটা দল। তাদের বিরুদ্ধে জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে। এ জন্য আমার দল প্রস্তুত।
×