ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চেক প্রজাতন্ত্রে বহুতল ভবনে আগুন, তিন শিশুসহ নিহত ১১

প্রকাশিত: ১০:২৬, ৯ আগস্ট ২০২০

চেক প্রজাতন্ত্রে বহুতল ভবনে আগুন, তিন শিশুসহ নিহত ১১

অনলাইন ডেস্ক ॥ চেক প্রজতন্ত্রে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ নিহত হয়েছেন অন্তত ১১ জন। এসময় আগুন দেখে ভয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ভবনটির পাঁচ বাসিন্দা। গতকাল দেশটির রাজধানী প্রাগ থেকে ৩০০ কিলোমিটার দূরে পোল্যান্ড সীমান্তবর্তী বোহামিন শহরের একটি ১৩ তলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেয়া হয়েছিল। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। দমকল কর্মীরা বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছেন, বোহামিন টাউন হলের মালিকানাধীন ভবনটির ১১ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই তলায় তিন শিশুসহ ছয়জন ও একটি কুকুর মারা গেছে। চেক স্বরাষ্ট্রমন্ত্রী জ্যান হ্যামাসেক জানিয়েছেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে ১২ তলা থেকে লাফিয়ে পড়ে আরও পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া উদ্ধারকাজে অংশ নেয়া এক দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে এ হতাহহতের ঘটনাকে বিশাল ট্র্যাজেডি উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন চেক স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্র: আল জাজিরা
×