ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

মুমিনুলের কাছে সব নতুন লাগছে

প্রকাশিত: ২৩:৩২, ৯ আগস্ট ২০২০

মুমিনুলের কাছে সব নতুন লাগছে

মিথুন আশরাফ ॥ ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়ে গেছে। দ্বিতীয় ধাপে মোট ২৭ ক্রিকেটার অনুশীলন করবেন। প্রথমদিন ২৩ ক্রিকেটার অনুশীলন করেছেন। বাকি চারজন আজ অনুশীলন করতে নামবেন। শনিবার দ্বিতীয় ধাপের প্রথমদিনের অনুশীলন শেষে টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘সব নতুন নতুন লাগছে।’ করোনাভাইরাসের কারণে দীর্ঘ চার মাস পর অনুশীলনে নেমে মুমিনুল জানান, ‘চার-পাঁচ মাস মাঠের বাইরে ছিলাম, ক্রিকেটকে অবশ্যই অনেক মিস করেছি। সব একটু নতুন নতুন লাগছে। মানিয়ে নিতে একটু সময় লাগবে। আশাকরি খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারব।’ করোনায় ঘরবন্দী থাকার সময়টি কাজে লেগেছে বলেও জানান তিনি। বলেছেন, ‘লকডাউনের সময়টায় ক্রিকেট নিয়ে অনেক বেশি চিন্তা-ভাবনা করা গেছে। যেহেতু কোন কাজ ছিল না। কেউ কেউ ফিটনেস নিয়ে কাজ করেছে। কেউ মানসিক দিক নিয়ে কাজ করেছে। কেউ কোচদের সঙ্গে টেকনিক্যাল-টেকটিক্যাল এসব বিষয়ে আলোচনা করেছে। ব্যক্তিগতভাবে বা দলগতভাবে কিভাবে আরও ভাল করা যায় এসব নিয়েও সবাই ভেবেছে।’ সঙ্গে যোগ করেন, ‘এগুলো ইতিবাচকভাবে কাজে লাগাতে পারব। খেলার মধ্যে থাকলে এসব নিয়ে আলাপ-আলোচনা করা কঠিন। এদিক থেকে এই সময়টা খুব ভালভাবে কাজে লেগেছে।’ মুমিনুল টেস্ট ক্রিকেট নিয়েই বেশি ভাবছেন। তিনি বলেছেন, ‘বিশ্বের অন্যান্য দেশ ক্রিকেটে ফিরেছে... ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। দেখে অবশ্যই খারাপ লাগে। খেলাটা মিস করি। আমরাও আস্তে আস্তে ফেরার চেষ্টা করছি। দেখি সামনে হয়তো আমাদের টেস্ট ম্যাচ আছে। আমরা খুব ভাল প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে আমরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাব। অনুশীলন, প্রস্তুতি ম্যাচ মিলিয়ে ভাল একটা প্রস্তুতি হবে আশাকরি।’ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুশফিকুর রহিমের ইনডোরে বোলিং মেশিনে ব্যাটিং করা দিয়ে অনুশীলন পর্ব শুরু হয়। সকাল ৯টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত মুশফিক ব্যাটিং অনুশীলন করেন। এরপর ৫ মিনিটের বিরতি দিয়ে ৫০ মিনিট করে টি২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, সাদমান ইসলাম ও সাব্বির রহমান রুম্মন ব্যাটিং অনুশীলন করেন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ৪টা পর্যন্ত চলে ব্যাটিং অনুশীলন। ব্যাটসম্যানরা ব্যাটিং অনুশীলন করেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মূল মাঠে ৫০ মিনিটের জন্য রানিং ও একাডেমি জিমনেশিয়ামে জিম করেন। বোলারদের মধ্যে শফিউল ইসলাম, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম একাডেমি মাঠে বোলিং, রানিং ও জিম করেন। আজ এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মোহাম্মদ আল আমিন হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব অনুশীলন করবেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাঈম হাসানের সঙ্গে নতুন করে ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি ও ইরফান শুকুর দেড় ঘণ্টা করে অনুশীলন করেছেন। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান অনুশীলন করেন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবু জায়েদ রাহী, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ অনুশীলন করছেন। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে নাজমুল হোসেন শান্তর সঙ্গে সানজামুল ইসলামও অনুশীলন করছেন। সামনেই শ্রীলঙ্কা সফর হতে পারে। তিন টেস্টের সঙ্গে টি২০ ম্যাচও থাকতে পারে সফরে। সূচী ঠিক হলে হয়তো ব্যক্তিগত অনুশীলন থেকে বের হয়ে দলীয় অনুশীলনও শুরু হয়ে যাবে। এখন যে অনুশীলন হচ্ছে তাতে একজন ক্রিকেটার অনুশীলন করলে আর কেউ তখন থাকেন না। দলীয় অনুশীলনে সবাই একসঙ্গে থাকবেন। তখন করোনা টেস্ট করিয়ে নিতে হবে সব ক্রিকেটারকে। আবার সবাইকে একসঙ্গে এক ছাদের নিচে রাখতে হবে। পুরো আইসোলেশনে থাকতে হবে। ক্যাম্প চলাকালে আগে কিংবা খেলার মধ্যে কেউ বাইরে বের হতে পারবেন না। যেখানে ক্যাম্প হবে সেখানেই থাকতে হবে। আর তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবদিক বিবেচনা করেই দলীয় অনুশীলনে সিদ্ধান্ত নিতে চাচ্ছে। দলীয় অনুশীলন করার আগে কোভিড-১৯ টেস্টও করাতে হবে। বিসিবির ভাবনায় আছে এইসব কিছুই। তবে বর্তমানে ক্রিকেটাররা যে মাঠে ফিরছেন তা আত্মবিশ্বাস বাড়ছে। দীর্ঘদিন মাঠের বাইরে থাকায়, ঘরবন্দী থেকে অনুশীলন শুরু করায় মুমিনুলদের শুরুতে সবকিছু নতুন নতুন লাগবে। তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
×