ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

প্রকাশিত: ২০:০৮, ৫ আগস্ট ২০২০

সিরাজগঞ্জে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের চর ছোনগাছা গ্রামে নবম শ্রেণী পড়ুয়া এক স্কুল ছাত্রী ও বেলকুচি উপজেলার শেরনগর মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। ৩ আগস্ট সন্ধ্যায় চরছোনগাছা কনের বাড়িতে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বাল্যবিয়ের দায়ে কনের পিতা মোঃ বেলাল হোসেনকে দশ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একইদিন সন্ধ্যায় বেলকুচি পৌরসভার শেরনগর মধ্যপাড়া এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এর সঙ্গে রায়গঞ্জ উপজেলার ধামাইরনগর গ্রামের পরিবহন শ্রমিক (২০) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের বাবা প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণীর স্কুলছাত্রী বিফা খাতুন (১৬)। ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর গ্রামে। পুলিশ জানায়, সোমবার রাতে আত্রাই উপজেলার বিহারীপুর গ্রামের বাবুর ছেলে রিমন হোসেনের (২০) সঙ্গে একই উপজেলার রসুলপুর গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে ও ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়ুয়া ছাত্রী বিফার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।
×