ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চমেক হাসপাতালের সেবা নিয়ে অভিযোগের শেষ নেই

প্রকাশিত: ১৯:১৮, ২৫ জুলাই ২০২০

চমেক হাসপাতালের সেবা নিয়ে অভিযোগের শেষ নেই

স্টাফ রিপোর্টার ॥ দিন যতই যাচ্ছে, ততই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে বাড়ছে কোভিড ছাড়া অন্য রোগীর সংখ্যা। শ্বাসকষ্ট নিয়ে বয়স্ক রোগীর সংখ্যা যেমন বাড়ছে তেমনি দূর-দূরান্ত থেকে স্বজনরা শিশুদের নিয়ে আসছেন নানা উপসর্গ নিয়ে। এ অবস্থায় হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে অভিযোগের শেষ নেই রোগীর স্বজনদের। তবে পর্যাপ্ত চিকিৎসাসেবা দেয়া হচ্ছে বলে দাবি চিকিৎসকদের। চকরিয়ায় সদ্য ভূমিষ্ট হওয়া শিশু। জন্মের পর থেকেই শ্বাসকষ্ট দেখা দেয়। তাই চকরিয়া থেকে দ্রুত নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুধু একটু চিকিৎসার আশায় এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ছুটতে ছুটতে কাহিল স্বজনরা। রোগীর স্বজনরা বলছেন, সকাল থেকে দেখছি অনেক অনেক রোগী মারা যাচ্ছে। আমরা ভাল চিকিৎসা পাচ্ছি না তাই নিয়ে যাচ্ছি। রোগীকে নিয়ে আসলে তো আমাকে রোগীকে সময় দিতে হচ্ছে। কেউ করোনার জন্য কাছে আসতে চাচ্ছে না। ছয় মাসের শিশু রহমান। জন্মের পর থেকেই খিচুনিসহ নানা সমস্যা রয়েছে।
×