ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বলে থুতু লাগিয়ে আম্পায়ারের দ্বারস্থ সিবলি

প্রকাশিত: ০০:০৭, ২১ জুলাই ২০২০

বলে থুতু লাগিয়ে আম্পায়ারের দ্বারস্থ সিবলি

স্পোর্টস রিপোর্টার ॥ করোনাকালে মাঠে ফিরেছে ক্রিকেট। বহুল আলোচিত সিরিজে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ও সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। পরিবর্তিত পরিস্থিতিতে আইসিসি বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে, বলে থুতু ব্যাবহারে নিষেধাজ্ঞা তার মধ্যে অন্যতম। সাউদাম্পটনের প্রথম টেস্টে ভুল করেনি কেউই। তবে দ্বিতীয় টেস্টে অভ্যাসবশত বলে লালা লাগিয়ে ফেলেন ইংলিশ ক্রিকেটার ডমিনিক সিবলি। অবশ্য সঙ্গে সঙ্গে আম্পায়ারের কাছে গিয়ে বিষয়টি জানিয়ে বল জীবাণুনাশক দিয়ে পরিষ্কারও করে নিয়েছেন ক্রিকেটাররা। দীর্ঘদিনের অভ্যাস থাকায় ভুলবশত বলে লালা লাগিয়ে ফেলতে পারেন ক্রিকেটাররা, এমন চিন্তায় প্রথমবার এমন ভুলের জন্য সতর্কতার নিয়ম করেছে আইসিসি। ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের চতুর্থ দিনে লাঞ্চের ঠিক আগের ওভারে বল হাতে নেন স্পিনার ডমিনিক বেস। তিনি বল দেন সিবলির দিকে। সিবলি অভ্যাসবশত বলে লালা লাগিয়ে ফেলেন। তবে নিজের ভুল বুঝতে পেরেই মাঠে উপস্থিত আম্পায়ার মাইকেল গফ এবং রিচার্ড ইলিংওয়ার্থকে জানান তিনি। পরবর্তী সময়ে মাইকেল গফ পকেট থেকে জীবাণুনাশক তোয়ালে বের করে সেটি দিয়ে বলটি পরিষ্কার করেন। এর পাশাপাশি ইংলিশ ক্রিকেটারদের সতর্ক করে জানিয়ে দেন দ্বিতীয়বার এমন ভুল করলে জরিমানা হিসেবে উইন্ডিজকে দেয়া হবে পাঁচ রান। আন্তর্জাতিক দাবা দিবস পালিত স্পোর্টস রিপোর্টার ॥ গতকাল সোমবার ছিল আন্তর্জাতিক দাবা দিবস। বিশ্ব দাবা সংস্থার প্রতিটি সদস্য দেশই প্রতি বছর এই দিনটিকে বিশেষ মর্যাদায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করে থাকে। কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর কারণে ফিদের সদস্য দেশগুলো অনলাইন প্লাটফমে এবার সীমিত আয়োজনেই সীমাবদ্ধ রেখেছে অনুষ্ঠান। দিবসের মূল প্রতিপাদ্যই হচ্ছে এই খেলাটির প্রচার-প্রসারের উদ্দেশ্য। ১৯২৪ সালের ২০ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব দাবা সংস্থা গঠন করা হয়।
×