ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

ফিফার লক্ষ্য ২ বছর পরপর নারী বিশ্বকাপ

প্রকাশিত: ০০:৩১, ১২ জুলাই ২০২০

ফিফার লক্ষ্য ২ বছর পরপর নারী বিশ্বকাপ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতি চার বছর পরপর হয়ে আসছে নারী ফুটবল বিশ্বকাপ। তবে আর্থিক দিক এবং জনপ্রিয়তা বিবেচনায় ৪ বছরের পরিবর্তে প্রতি ২ বছর পরপর নারী ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোই এমনটা জানিয়েছেন। সেইসঙ্গে আগামী ৪ বছরে নারী ফুটবলে এক বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডোর সঙ্গে এক আলাপচারিতায় এমন কথা জানিয়েছেন ফিফার প্রধান। জিয়ান্নির মতে, নারীদের ফুটবল দিন দিন জনপ্রিয় হচ্ছে। এর ভবিষ্যতও বেশ আশাব্যঞ্জক। আর্থিক সমস্যা সমাধান করা গেলে চার বছরের জায়গায় ২ বছর পরপর বিশ্বকাপ আয়োজন নিয়েও নাকি ভাবছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ইনফান্তিনো বলেন, ‘আমরা পরবর্তী ৪ বছরের জন্য নারী ফুটবলে এক বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছি। করোনার মতো ক্রাইসিস থাকার পরও এ আর্থিক সাহায্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে আমরা অটল। কোনভাবেই এটা কমানো হবে না। আমরা সব সদস্য দেশকে বলেছি, নারী ফুটবল কার্যক্রম জোরদার করতে। প্রয়োজনে তাদের চাহিদা জানাতে, আমরা সাধ্যমত সব ব্যবস্থা করব। গত বিশ্বকাপ আসরের সফলতা আমাদের মুগ্ধ করেছে। আমরা চাই ৪ বছর পরপর না করে এ বিশ্বকাপটা ২ বছর পরই আয়োজন করতে।’ ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর।
×