ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৌসুম সূচক টুর্নামেন্টে বিদেশী ফুটবলার খেলবে না

প্রকাশিত: ১৯:২৫, ১১ জুলাই ২০২০

মৌসুম সূচক টুর্নামেন্টে বিদেশী ফুটবলার খেলবে না

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল দল এবং প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী খেলোয়াড়দের অনুরোধের প্রেক্ষিতে শনিবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন এক মতবিনিময় সভা মতিঝিলস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, এমপি ও সহ-সভাপতি তাবিথ আউয়াল এবং বাফুফের সাধাণ সম্পাদক আবু নাইম সোহাগ। এই মতবিনিময় সভায় প্রিমিয়ার লীগে অংশগ্রহণকারী ১৩ ক্লাবের ২৭ ফুটবলার উপস্থিত ছিলেন। সভা শেষে বাফুফে গণমাধ্যমের কাছে যে প্রেস রিলিজ ই-মেইলে পাঠিয়েছে সেখানে এসব তথ্য ছাড়া আর কোন তথ্য দেয়নি। তারা জানায়নি ফুটবলারদের সঙ্গে বাফুফের ঘরোয়া মৌসুম শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে কি কথা হলো। তবে বাফুফের একটি গোপন সূত্র থেকে জানা গেছে, বাফুফে সভাপতির সঙ্গে ফুটবলারদের এ নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক হয। তাতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে আগামী অক্টোবরের পরে ঘরোয়া মৌসুম শুরু হবে। এবং মৌসুম শুরু হবে স্বাধীনতা কাপ বা ফেডারেশন কাপ এই দুটির যেকোন একটি আসর দিয়ে, আর এই আসরে বিদেশী কোন ফুটবলার কোন ক্লাবের হয়ে অংশ নিতে পারবে না।
×