ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বীরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন

প্রকাশিত: ২০:৪০, ৩ জুলাই ২০২০

বীরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজন

স্টাফ রিপোটার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জে প্রচন্ড বৃষ্টিতে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে মো. বাবুল ইসলাম (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। বাবুল ইসলাম বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কালু সরদারপাড়া গ্রামের মো. সাবেরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কৃষক। আজ শুক্রবার সকাল ৬টার দিকে বীরগঞ্জের নিজপাড়া ইউনিয়নের কালু সরদারপাড়া গ্রামে নিজবাড়ী সংলগ্ন স্থানীয় বাঘপুকুরে মাঝ ধরার সময়ে বজ্রপাতে বাবুল ইসলাম নিহত হন। এর সত্যতা নিশ্চিত করে নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ খালেক সরকার জানান, শুক্রবার সকাল ৬টার দিকে বাঘপুকুরে মাছ ধরার জাল উঠাতে যান মো: বাবুল ইসলাম। এ সময় বজ্রসহ প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এ বৃষ্টিতে পুকুরে মাছ ধরার জাল উঠানোর সময় বজ্রপাতে তিনি ঝলসে গিয়ে পানিতে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
×