ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনার উপসর্গ নিয়ে জামালপুর জেলা পরিষদের এক পিয়নের মৃত্যু

প্রকাশিত: ১৮:১২, ২৯ জুন ২০২০

করোনার উপসর্গ নিয়ে জামালপুর জেলা পরিষদের এক পিয়নের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জামালপুর ॥ করোনার উপসর্গ নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামালপুর জেলা পরিষদের পিয়ন ইদ্রিস আলীর (৫৪) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে মারা যান তিনি। আগের দিন রবিবার তিনি নমুনা দিয়েছিলেন। স্বাস্থ্যবিধি অনুসারে তার দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্র জানায়, জামালপুর জেলা পরিষদের পিয়ন ইদ্রিছ আলী বেশ কয়েকদিন ধরে জ¦র ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে সদরের ধোপাকুড়ি এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। করোনা পরীক্ষার জন্য তিনি রবিবার দিন নমুনা দিয়েছিলেন। কিন্তু গুরুতর অসুস্থ অবস্থায় রাতে তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার বেলা ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্যবিধি অনুসারে বিকেলে ধোপাকুড়ি এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহফুজুর রহমান জনকণ্ঠকে জানান, মৃত্যুর আগে রবিবার সকালে ইদ্রিছ আলীর নমুনা সংগ্রহ করেছিল সদরের স্বাস্থ্যকর্মীরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা ১১টার দিকে তিনি মারা যান। সদর থানা পুলিশের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে। নমুনা পরীক্ষার ফল হাতে এলে জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা।
×