ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

থুথুর ব্যবহার বন্ধ করতে মাস্ক পরার প্রস্তাব দিলেন মিসবাহ

প্রকাশিত: ১২:২৭, ২৮ মে ২০২০

থুথুর ব্যবহার বন্ধ করতে মাস্ক পরার প্রস্তাব দিলেন মিসবাহ

অনলাইন ডেস্ক ॥ বলে থুথু ব্যবহার না করার নিষেধাজ্ঞা দিতে পারে আইসিসি। কারণ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বলে থুথু ব্যবহার উচিত নয় বলে জানিয়েছে আইসিসির কমিটি। কিন্তু নিষেধাজ্ঞা আসলেও, মনের ভুলে বলে থুথু দিয়ে দিবেন খেলোয়াড়রা বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান দলের কোচ-নির্বাচক মিসবাহ উল হক। তাই এর সাথে নতুন প্রস্তাবও দিলেন তিনি। মিসবাহ বলেন, ‘বলে থুথু ব্যবহার না করার পাশাপাশি, মুখে মাস্ক পরার নীতিও চালু করা উচিত।’ মুখে মাস্ক পরে খেললে, খেলোয়াড়দের থুথু লাগানোর কোন সম্ভাবনাই থাকবে না বলে জানান মিসবাহ। এতে খেলোয়াড়দের মনে থাকবে, মাস্কের কারণে মুখ বন্ধ, আর এ কারণেই থুথু ব্যবহার করতে পারবে না খেলোয়াড়রা। মিসবাহ বলেন, ‘এত দিনের অভ্যাস হঠাৎ করে বন্ধ করা সম্ভব নয়। মনের ভুলে যে কেউ থুথুর ব্যবহার করে ফেলবে। তা বন্ধ করার একটি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। বোলিং করা দলের খেলোয়াড়রা ফিল্ডিএর সময় মুখে মাস্ক পরতে পারে। তখন থুথু ব্যবহার করার সম্ভাবনা থাকবেই না। মুখে হাত দিলেই সকলের মনে পড়ে যাবে।’ থুথু ব্যবহার বন্ধ করা গেলে খেলোয়াড়দের জন্যই তা ভালো হবে মনে করেন মিসবাহ। তিনি বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে। থুথুর মাধ্যমেও তা ছড়াবে, এতে কোন সন্দেহ নেই। তাই থুথু ব্যবহার বন্ধ করা উচিত।’ থুথুর ব্যবহার বন্ধ হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে পাকিস্তানের পেসাররা বলে জানান মিসবাহ। তিনি বলেন, ‘আমাদের দেশের বোলাররা যেকোনো সুইংএ পারদর্শী। সুইংই তাদের বড় অস্ত্র। থুথু দিয়ে সব সময় বলের একটি দিকের ওজন বাড়িয়ে রাখার চেষ্টা করে তারা। তাই থুথুর ব্যবহার বন্ধ হলে, তা পাকিস্তানের বোলারদেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে।’
×